বধূ হত্যার দায়ে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করলো পশ্চিম জেলার ফাস্ট ট্র্যাক কোর্ট

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ জানুয়ারি।। বধূ হত্যার দায়ে সমীর মুণ্ডা নামে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করলো পশ্চিম জেলার ফাস্ট ট্র্যাক কোর্ট। ঘটনার বিবরণে জানা যায় ২০১৪ সালে সিধাইথানার অন্তর্গত আমগাছিয়া এলাকায় সমীর মুণ্ডা তার দুই ছেলের অনুপস্থিতিতে রাতের বেলায় স্ত্রী পঞ্চমী মুণ্ডার শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। তখন পঞ্চমী মুণ্ডার চিৎকার শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে আসে। অগ্নিদগ্ধ অবস্থায় পঞ্চমী মুণ্ডাকে প্রথমে নিয়ে যাওয়া হয় কাতলামারা হাসপাতালে সেখান থেকে তাকে রেফার করা হয় জিবি হাসপাতালে।

কিন্তু জিবি হাসপাতালে মৃত্যু হয় পঞ্চমী মুণ্ডার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিধাই থানায় একটি মামলা দায়ের হয়। মামালার তদন্তকারি অফিসার ছিলেন এসআই দেবেন্দ্র দেববর্মা। মামলার তদন্ত শেষে তদন্তকারি অফিসার আদালতে চার্জশীট জমা দেন। ২০১৯ সালে মামলাটির বিচার প্রক্রিয়া শুরু হয় পশ্চিম জেলার ফাস্ট ট্র্যাক কোর্টে। মামলার শুনানি চলাকালিন সময় মোট ১৪ জন সাক্ষির সাখ্য বাক্য গ্রহণ করা হয়। দীর্ঘ দিন শুনানি চলার পর শুক্রবার বিচারক অভিযুক্ত সমীর মুণ্ডাকে দোষী সাব্যস্ত করেন।

আগামি সোমবার সমীর মুণ্ডার সাজা ঘোষণা করা হবে বলে জানান সরকার পক্ষের আইনজীবী অরবিন্দ দেব। তিনি আরও জানান ২০২০ সালে এই মামলার বিচার প্রক্রিয়া শেষ হয়ে যেত। কিন্তু করোনা ভাইরাসের প্রকোপের কারনে বিচার প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় বেশি লেগেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?