স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ জানুয়ারি।। কোভিডের মতো কঠিন পরিস্থিতিতে ভারতীয় সীমান্ত বাহিনীর দায়িত্ব পালন করে চলেছে। ১৫৩১ জন জোওয়ান কোভিডে আক্রান্ত হয়েছেন। ২৪ টি কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছিল। ২,৬৬৯ টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে মোকাবিলা করে ভারতীয় সীমান্ত বাহিনী সাফল্য অর্জন করেছে। পাশাপাশি রাজ্যের সীমান্ত এলাকায় ম্যালেরিয়ার প্রকোপে চ্যালেঞ্জের সাথে ২৪ ঘন্টা দায়িত্ব পালন করেছে।
কোভিড পরিস্থিতিতে ৬ লক্ষ টাকার মাক্স এবং রেশন সামগ্রী বিতরণ করেছে জোওয়ানরা। বৃহস্পতিবার শালবাগান স্থিত বিএসএফ রাজ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন ত্রিপুরা ফ্রন্টিয়ারের আই জি সুশান্ত নাথ। একদিকে যেমন সন্ত্রাসমূলক ঘটনার বিরুদ্ধে মোকাবিলা করছে, একইভাবে নেশা মুক্ত রাজ্য গড়তে দায়িত্ব পালন করে চলেছে। ২৭,৭২,৬৫,০৬৮ টাকায় মাদকদ্রব্য আটক করেছে।
এর মধ্যে রয়েছে গাঁজা ৫,২১৬.২৫ কেজি। এসকফ কফসিরাপ ৬৪,৭৮০ বোতল উদ্ধার হয়। স্বর্ণের বার এবং বিস্কুট উদ্ধার হয় ২.২৩৭ কেজি। বাজার মূল্য ৯৫,৯৩,২০০ টাকা। অবৈধ গবাদি পশু উদ্ধার হয় ২,২০৯ টি। বাজার মূল্য প্রায় ১,৯৩,৪৭,৯০০ টাকা আনুমানিক। আর অভিযানে সীমান্ত রক্ষীদের সাথে পুলিশও মোকাবিলা করেছে। পাশাপাশি গোটা রাজ্যে সচেতনমূলক কর্মসূচিতে করে চলেছে সীমান্তরক্ষীরা জোওয়ানরা বলে জানিয়েছেন তিনি।