স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ জানুয়ারি।। অনির্দিষ্ট কালের গনঅবস্থানের ৩৩ তম দিনে শুক্রবার চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকারা দান বাক্স নিয়ে দান সংগ্রহ করার জন্য রাস্তায় বের হয়। এইদিন চকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা দান বাক্স নিয়ে উপস্থিত হয় শিক্ষা ভবনে। তবে শিক্ষা ভবনে প্রবেসের ক্ষেত্রে এইদিন তাদেরকে বাধা দেওয়া হয়। কিন্তু বাধা অতিক্রম করে তারা দান বাক্স নিয়ে শিক্ষা ভবনে প্রবেশ করে এবং শিক্ষা ভবনে কর্মরত কর্মীদের কাছ থেকে তারা দান সংগ্রহ করে। পরে তারা বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা ইউ.কে চাকমার কাছে যায় দান সংগ্রহ করার জন্য।
চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা জানায় ৯ মাস ধরে তাদের চাকুরি নেই। ৩৩ দিন ধরে তারা গনঅবস্থান চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের তো খেয়ে বেচে থাকতে হবে, তাই তারা এইদিন সকলের কাছ থেকে দান সংগ্রহ করছে। এক প্রকার হতাশার সাথে তারা জানায় দীর্ঘ বছর শিক্ষকতা করার পর এইটা তাদের প্রতিদান। এই বিষয়টিকে সমাজের সামনে তুলে ধরতে তারা দান সংগ্রহ করছে।