অনলাইন ডেস্ক, ৭ জানুয়ারি।। বিজ্ঞান বলছে, প্রথম দেখার প্রেম প্রাথমিক মোহ আর কামবোধ ছাড়া কিছুই নয়। সেই চিরন্তন, জীবন পণ করা স্বার্থহীন সত্যিকারের ভালোবাসা থাকে না লাভ অ্যাট ফার্স্ট সাইট-এ। তবে ফলাফল ব্যতিক্রমী হতেও পারে।
কিন্তু সেটা সময়সাপেক্ষ ব্যাপার। প্রাথমিক পর্যায়ে শুধু কামনার বিষয়টিই মূল, এ জাতীয় প্রেমে পড়ার ক্ষেত্রে। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রকাশিত জার্নালে সম্পর্ক গবেষণার একটি সমীক্ষায় ৫০০ সাক্ষাৎকার নিয়ে সেগুলো বিশ্লেষণ করা হয়েছে। ২২ বছরের কম বয়সী ২৫০ জন অংশ নেন তাতে।
তাদের কাছে জানতে চাওয়া হয় প্রথম দেখা ও প্রেমে পড়ার অভিজ্ঞতার বিষয়ে। প্রথম দেখায় প্রেমের উপাদানগুলোর মধ্যে কী কী ছিল তাদের অভিজ্ঞতা অনুযায়ী, এসব নিয়ে বিশ্লেষণ করেছেন বিজ্ঞানীরা। প্রথম দেখাতেই কী হয়?
নারী কিংবা পুরুষের ওপর কি শুধু শারীরিক আকর্ষণই বেশি বোধ হয়? নাকি প্রতিশ্রুতি, বিশ্বাস, পাশে থাকার অঙ্গীকার, সহানুভূতি, দায়িত্ব এসব ভাবনাগুলোও কাজ করে। ওইটুকু সময়ের মধ্যে তা কি সম্ভব?
ভালোবাসার তো নানা রকম দিক থাকে। প্রথম দেখায় প্রেমের উপাদান নিয়ে মনোবিজ্ঞানীরা কাটাছেঁড়া করে জানিয়েছেন, শারীরিক আকর্ষণটাই মূল বেশিরভাগ ক্ষেত্রে। প্রথম দেখার প্রেমে প্রতিশ্রুতি আর মানসিক ঘনিষ্ঠতার বিষয়টি প্রায় থাকে না বললেই চলে।
ফলে বেশিরভাগ ক্ষেত্রে বেশি দূর পর্যন্ত গড়ায়ও না এ ধরনের সম্পর্ক। যদি সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাপারগুলোও চলে আসে তবে আশা থাকলেও থাকতে পারে।