অনলাইন ডেস্ক, ৭ জানুয়ারি।। করোনার জেরে একেই নাজেহাল গোটা বিশ্ব, দোসর নয়া প্রজাতিকে ঘিরে শুরু নয়া আতঙ্ক। ওয়ার্ল্ডওমিটার অনুযায়ী, বৃহস্পতিবার ৭ জানুয়ারি সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৮ কোটি ৭৬ লক্ষ অতিক্রম করেছে।
মৃতের সংখ্যা ১৮ লক্ষ ৯০ হাজারের বেশি। ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছে ৬ কোটি ৩১ লাখ করোনা আক্রান্ত। ব্রিটেন স্ট্রেন ছড়িয়েছে ইউরোপের একাধিক দেশে।
আমেরিকায় তিন জনের শরীরে এই স্ট্রেন ধরা পড়েছে। কিন্তু তা বাদ দিয়েও মার্কিন মুলুকের হাল সব চেয়ে খারাপ। এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। গত এক বছরে ভাইরাসের কোপে ৩ লক্ষ ৬৫ হাজারের বেশি মৃত্যু হয়েছে আমেরিকায়। আক্রান্তের সংখ্যা ২ কোটি পেরিয়েছে।
আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এই মুহূর্তে সেখানে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩ লক্ষের বেশি। মৃতের সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়েছে। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৭৮ লক্ষ পেরিয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৯৯ হাজার। নতুন স্ট্রেনের আতঙ্কে কাঁপছে ব্রিটেন।
নয়া রেকর্ড গড়ে সম্প্রতি এক দিনে ৬০ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছে। ব্রিটেনের জনস্বাস্থ্য দফতরের আশঙ্কা, যে ভাবে সংক্রমণ ক্রমশ বাড়ছে, তাতে ভয় হচ্ছে, শীতে আরও খারাপ হবে পরিস্থিতি।
লন্ডনের কিংস কলেজ হসপিটালের মেট্রন লরা ডাফেল জানান, নতুন স্ট্রেনে বড়দের তুলনায় বাচ্চারা ও যুবক-যুবতীরা বেশি সংক্রমিত হচ্ছেন। এদের কারও অন্য কোনও জটিল অসুখ নেই। কিন্তু যে হারে কমবয়সিদের মধ্যে সংক্রমণ বাড়ছে, তা ভয়ের।