অনলাইন ডেস্ক, ৭ জানুয়ারি।। অস্ট্রেলিয়ায় আসার পরেই পেয়েছিলেন বাবার আকস্মিক মৃত্যুসংবাদ। কিন্তু প্রিয় বন্ধু বাবার স্বপ্ন পূর্ণ করবেন বলে ফিরে যাননি দেশে। মেলবোর্নে অভিষেক টেস্টেই নিজেকে প্রমাণ করে দেন মহম্মদ সিরাজ। কিন্তু হায়দরাবাদের লড়াকু পেসার যে বাবাকে মন থেকে মুছতে পারেননি, তা প্রমাণ হয়ে গেল বৃহস্পতিবার সিডনিতে প্রথম টেস্টের প্রথম দিনেই। ম্যাচের আগে বাজছিল ভারতের জাতীয় সঙ্গীত। তা চলার সময়েই চোখ মুছতে দেখা যায় ভারতীয় পেসার মহম্মদ সিরাজকে। সেই নিয়ে উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর চোখের জলের কারণ জানালেন সিরাজ। তিনি বলেন, “জাতীয় সঙ্গীত শুনে বাবার কথা মন পড়ছিল।
বাবা দেখতে চেয়েছিল আমাকে ভারতীয় দলের হয়ে খেলতে। আজ থাকলে বাবা দেখতে পেত সেই দৃশ্য।” সেই দৃশ্য দেখে আবেগ ধরে রাখতে পারেননি ওয়াসিম জাফর। প্রাক্তন ভারতীয় তারকা টুইট করে মহেন্দ্র সিং ধোনির একটি মন্তব্য তুলে ধরেন। তিনি টুইটারে লেখেন, “যদি তোমার জন্য খুব সামান্য বা কেউই গলা না ফাটায়, তা হলেও হতাশ হয়ো না। মনে রেখো, তুমি ভারতের হয়ে খেলছ, তার চেয়ে বড় অনুপ্রেরণা আর কিছু হতে পারে না। কোনও এক ক্রিকেট কিংবদন্তি বলে গিয়েছিলেন, তুমি কিন্তু দর্শকদের জন্য খেলতে নামোনি। তুমি খেলছ তোমার দেশের জন্য।” প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ টুইট করেন, “আমি মনে করি, কিছু মানুষ নিশ্চিতভাবে এই ছবিটাকে মনে রাখবেন।
ওর নাম মহম্মদ সিরাজ। জাতীয় সঙ্গীতের মর্মার্থটা ওর কাছে ঠিক কোন অর্থ বহন করে, সেটা আজ সকলেই দেখতে পেলেন।” আর এক প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান টুইট করেছেন, “প্রতিটি ভারতীয়ের কাছে জাতীয় সঙ্গীত এই আবেগই বহন করে। আমি সিরাজের জন্য গর্বিত।”সিরাজের সেই কান্নার ছবি পোস্ট করেছে আইসিসিও। টুইটারে লেখা হয়েছে, “আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশের হয়ে প্রতিনিধিত্ব করা যে কতটা গৌরবের, তা প্রমাণ করে দিয়েছে সিরাজের চোখের জল।”