প্রবল শীতেও দিল্লি সীমান্তে চলছে আন্দোলন, কৃষকদের জন্য কাশ্মীর থেকে এল কাংড়ি

অনলাইন ডেস্ক, ৭ জানুয়ারি।। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের তিন কৃষি আইনের প্রতিবাদে প্রায় দেড় মাস ধরে দিল্লি সীমান্তে চলছে কৃষকদের আন্দোলন। সিংঘু বর্ডারে নিজেদের অবস্থানে অনড় রয়েছেন লাখ, লাখ কৃষক। প্রবল ঠাণ্ডা উপেক্ষা করেই নিজেদের দাবিতে অনড় তাঁরা। দাবি একটাই, আইন প্রত্যাহার করুক সরকার। ইতিমধ্যেই প্রবল ঠাণ্ডায় প্রাণ হারিয়েছেন আন্দোলনকারী ৬০ জন কৃষক। তাও পিছু হঠতে নারাজ অন্নদাতারা।

দেশের নানা প্রান্ত থেকে তাঁদের সহমর্মিতা জানিয়ে বহু মানুষ তাঁদের পাশে এসে দাঁড়াচ্ছেন। এবার সাহায্য এল কাশ্মীর থেকে। উপত্যকা থেকে কাংড়ি পাঠানো হয়েছে আন্দোলনকারীদের জন্য। কাংড়ি একটি মাটির পাত্র। যার মধ্যে মূলত কাঠকয়লার সাহায্যে সাহায্যে আগুন জ্বালিয়ে তাপ পোহানোর কাজে লাগে। ঠাণ্ডায় কিছুটা হলেও গরম রাখা যায় নিজেকে। কাশ্মীরে বহুল প্রচলিত এই কাংড়ি। এবার তা এল আন্দোলনরত কৃষকদের জন্য।

জানা গিয়েছে, কাশ্মীরের এক স্বেচ্ছাসেবী সংস্থা কৃষকদের এই কাংড়ি উপহার দিয়েছে। উল্লেখ্য, কৃষকদের সঙ্গে কেন্দ্রের সাত দফা বৈঠকেও মেলেনি সমাধানসূত্র। শুক্রবার ফের কেন্দ্র-কৃষক বৈঠক হওয়ার কথা। গোটা বিষয়ে এবার হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্টও। শীর্ষ আদালতেও শুরু হয়েছে এই সংক্রান্ত মামলার শুনানি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?