অনলাইন ডেস্ক, ৭ জানুয়ারি।। ওপেনার উইল পুকোভস্কি খেললেন ৬২ রানের ইনিংস। অভিষিক্ত এই ডানহাতি ব্যাটারের ব্যাটে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম দিনটা সুবিধাজনক অবস্থানে থেকে শেষ করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
২২ বছর বয়সী পুকোভস্কি এলবিডব্লিউ হয়ে ফেরেন ভারতের হয়ে অভিষিক্ত নবদিপ সাইনির বলে। মার্নাস লাবুশেন ৬৭ রানে অপরাজিত থেকে যান দিন শেষে। স্টিভেন স্মিথ অপরাজিত ৩১ রানে। তাতে ২ উইকেটে ১৬৬ রান তুলেছে অজিরা।
বৃষ্টিতে দিনের বেশির ভাগটা ভেসে যাওয়ায় খেলা হয়েছে মোট ৫৫ ওভার।
ইনজুরি কাটিয়ে এ ম্যাচে ফিরেছেন ডেভিড ওয়ার্নার। তবে প্রথম ইনিংসে সুবিধা করতে পারেননি। মোহাম্মদ সিরাজের শিকার হয়ে ফিরে যান ব্যক্তিগত ৫ রানে।
পুকোভস্কি দুইবার জীবন পান। ব্যক্তিগত ২৬ ও ৩২ রানে তার ক্যাচ ছেড়েছেন উইকেটরক্ষক রিশভ পন্ত। তবে যতক্ষণ খেলেছেন সাবলীল থেকে খেলেছেন পুকোভস্কি। শট খেলেছেন উইকেটের চারদিকে।
শুরুতেই ওয়ার্নার ফিরে যাওয়ার পর লাবুশেনের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০০ যার যোগ করেন। পুকোভস্কিকে টেস্টের ভবিষ্যৎ বড় তারকা ভাবা হয়। তবে মাঝে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ক্যারিয়ার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার। সেই ধাক্কা কাটিয়ে টেস্ট অভিষেকে মুগ্ধতাই ছড়ালেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
প্রথম দিন শেষে
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস
১৬৬-২ (৫৫ ওভার) (লাবুশেন ৬৭*, পুকোভস্কি ৬২; সিরাজ ১/৪৬, সাইনি ১/৩২)।