অনলাইন ডেস্ক, ৭ জানুয়ারি।। ইতিমধ্যেই দেড় মাস অতিক্রান্ত। কেন্দ্রের তিন কৃষি আইনের প্রতিবাদে দিল্লি সীমান্তে লাগাতার বিক্ষোভ চালাচ্ছেন কৃষকরা। প্রবল ঠাণ্ডা উপেক্ষা করেই চলছে বিক্ষোভ। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৫৯ জন আন্দোলনকারীর।
কেন্দ্রের সঙ্গে কৃষকদের সাত দফা বৈঠকেও মেলেনি কোনও রফাসূত্র। আবেদনের প্রেক্ষিতে এবার বিষয়টিতে হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। সমাধানসূত্র না মেলায় উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত। এবার দিল্লি সীমান্তে চলমান কৃষক আন্দোলন থেকে করোনা সংক্রমণ ছড়াতে পারে বলে জানাল আদালত।
বৃহস্পতিবার, সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানে এই আন্দোলনে কোভিড বিধি ঠিক মতো মানা হচ্ছে কিনা তা জানতে চায় আদালত। কেন্দ্রের তরফে জানানো হয় কোনও নিয়মই মানা হচ্ছে না। এরপরেই শীর্ষ আদালত উদ্বেগ প্রকাশ করে বলে, এখনই সাবধান না হলে এখান থেকেও তবলিঘি জামাতের মতো দ্রুত সংক্রমণ ছড়াতে পারে।