অনলাইন ডেস্ক, ৭ জানুয়ারি।। টিম ম্যানেজমেন্টের সঙ্গে দীর্ঘদিন ধরেই চলছিল শীতল যুদ্ধ। কিন্তু তাই বলে যে আইএসএলের মধ্যেই কার্লেস কুদ্রাত দায়িত্ব খোয়াবেন, সেটা কেউ কল্পনা করতে পারেননি। বুধবার বেঙ্গালুরু এফসি এক বিবৃতিতে জানিয়ে দিল, পারস্পরিক আলোচনার মাধ্যমে স্প্যানিশ কোচকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল। আপাতত দলকে সামলাবেন নৌশাদ মুসা। মঙ্গলবারই মুম্বই সিটি এফসি কাছে ১-৩ গোলে হারে সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসি। আর তার পরেই শুরু হয়ে যায় বিতর্ক। ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে কুদ্রাত জানিয়ে দেন, দল যাঁরা চালাচ্ছেন, তাঁদের ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে ফুটবলারদের।
তিনি জানিয়ে দেন, গত মরসুমে যারা বেঙ্গালুরু এফসি দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, তাঁদের বেশির ভাগ ফুটবলারকেই এ বার ছেড়ে দেওয়া হয়েছে। তার ফলে দলের ভারসাম্যই নষ্ট হয়ে গিয়েছে, ম্যাচে যার প্রতিফলন ক্রমশ প্রকট হয়ে পড়েছে। কুদ্রাত বলেই ফেলেন, “আমি তো ক্লাবের একজন কর্মী। ফলে কর্তাদের সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া আমার অন্য উপায় নেই। নতুন ফুটবলারদের সঙ্গে কাজ করার সুযোগও কম পাওয়া গিয়েছে। ফলে আইএসএলে দল প্রত্যাশিত ফুটবল খেলতে পারছে না।” পাশাপাশি তিনি দলের কয়েকজন ফুটবলারের চোট নিয়েও কথা বলেন।
জানান, তাঁরা সুস্থ হতে পারেননি বলে দলের খেলায় আগের সংঘবদ্ধ ভাব দেখা যাচ্ছে না। তখনই বোঝা গিয়েছিল, কুদ্রাতের মেয়াদ কার্যত শেষ হয়ে গিয়েছে। বুধবার বেঙ্গালুরু এফসি তাদের অফিসিয়াল টুইটারে জানিয়ে দেয়, পারস্পরিক সমঝোতার মাধ্যমে কোচের সঙ্গে চুক্তি ছিন্ন করা হয়েছে। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন মুসা। ২০১৬ সালে আলবের্তো রোকার সহকারী হিসেবে বেঙ্গালুরুতে যোগ দিয়েছিলেন কুদ্রাত। এই মুহূর্তে বার্সেলোনায় রোনাল্ড কোম্যানের সহকারী হিসেবে কাজ করছেন রোকা।
ফলে তাঁর পরিবর্তে প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হয় তাঁকে। ২০১৮-’১৯ মরসুমে তাঁর কোচিংয়েই আইএসএলে লিগ পর্বে টেবলের শীর্ষ স্থানে শেষ করেছিল বেঙ্গালুরু। প্রথম ভারতীয় ক্লাব হিসেবে আইএসএলে চ্যাম্পিয়ন হওয়ার নজিরও গড়েছিল।
তবে দায়িত্ব থেকে ছাঁটাই হওয়ার পরে কর্তাদের কারও সম্পর্কে কোনও খারাপ মন্তব্য করেননি তিনি। নিজের টুইটার হ্যান্ডলে এক বিবৃতিতে তিনি লেখেন, “কাজ করার সুযোগ দেওয়ার জন্য ক্লাবের কাছে কৃতজ্ঞ। সকলের কাছ থেকে সহযোগিতা পেয়েছি। এই ক্লাবের সঙ্গে অনেক সুন্দর স্মৃতি জড়িয়ে রয়েছে আমার। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছি বেঙ্গালুরু এফসিকে। এই ক্লাব আমার হৃদয়ে থাকবে।”