স্বস্তি! দেশে মোট সুস্থতার সংখ্যা ১ কোটি ছাড়াল

অনলাইন ডেস্ক, ৭ জানুয়ারি।। দেশে পরপর দু’দিন বাড়ল দেশের দৈনিক সংক্রমণ। গত দু-তিনদিন ১৬-১৮ হাজারের মধ্যে ঘোরাফেরা করলে বৃহস্পতিবার তা এক ধাক্কায় পৌঁছে গেল ২০ হাজারের উপরে। যা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।

একইসঙ্গে করোনার নয়া স্ট্রেনের সংক্রমণ নিয়েও চিন্তায় কেন্দ্র। যদিও স্বস্তির খবর, দেশে করোনাজয়ীর সংখ্যা পার করল এক কোটির গণ্ডি। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৪৬ জন। এ পর্যন্ত দেশে মোট আক্রান্ত ১ কোটি ৩ লক্ষ ৯৫ হাজার ২৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত ২২২ জন। দেশে এখনও অবধি ১ লক্ষ ৫০ হাজার ৩৩৬ জনের প্রাণ কেড়েছে। তবে দেশে সুস্থতার হার শুরু থেকেই বেশি। এদিন দেশে কোভিড রোগীর সুস্থ হওয়ার সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গেল। ১ কোটি ১৬ হাজার ৮৫৯ জন ইতিমধ্যেই সুস্থ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯ হাজার ৫৮৭ জন।

সুস্থতার জেরে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। এখন দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২ লক্ষ ২৭ হাজার ৫৪৬। দেশে ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৯ লক্ষ ৩৭ হাজার ৫৯০ জনের। গত ২৪ ঘণ্টায় দেশের সংক্রমণের হার ২,১৭ শতাংশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?