অনলাইন ডেস্ক, ৭ জানুয়ারি।। সগৌরব-দেবলীনার পর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা। ফের একবার টলিউডে হাই প্রোফাইল বয়ের আসর বসতে চলেছে। গোলাপী রঙের লেহেঙ্গা পরে, হিরের গয়নায় সেজে প্রি-ওয়েডিং ফটোশ্যুটে হাজির হন তৃণা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রি-ওয়েডিং ফটোশ্যুটের ছবি শেয়ার করেন তৃণা। বাদ যাননি নীলও। প্রি-ওয়েডিং ফটোশ্যুটের একের পর এক ছবি শেয়ার করতে থাকেন তিনিও।
নীল বলেন, সবসময় স্ত্রীর খেয়াল রাখবেন তিনি। স্ত্রীকে ভালবেসে, যত্ন করে সব সময় তাঁর খেয়াল রাখবেন। উল্লেখ্য, ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি দীর্ঘদিনের বন্ধু নীল ভট্টাচার্যের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন তৃণা সাহা। বিয়ের আগে ইতিমধ্যেই দুই তারকা আইবুড়োভাত খাওয়াও শুরু করেছেন। সেই ছবিও নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন দুই তারকা। আইবুড়ো ভাত খাওয়া শুরু করেন ‘কৃষ্ণকলি’র নিখিল। বুধবার নিখিলকে আইবুড়ো ভাত খাওয়ান তাঁর ‘অন-স্ক্রিন ওয়াইফ’ শ্যামা, অর্থাৎ তিয়াসা রায় এবং ‘অন-স্ক্রিন’ মেয়ে ‘কৃষ্ণা’। ‘কৃষ্ণকলি’র সেটে আইবুড়ো ভাত খাওয়ার ছবি শেয়ার করে নিখিল জানান এটাই তাঁর প্রথম আইবুড়ো ভাত।