অনলাইন ডেস্ক, ৭ জানুয়ারি।। এবার টেলিভিশনের অন্যতম জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মাকে ডেকে পাঠাল মুম্বই পুলিশ। অভিযোগ, নকল নম্বর প্লেট লাগানো গাড়ি রয়েছে কপিলের। মুম্বই পুলিশের ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিটের এপিআই সচিন ভাজের তরফে এ বিষয়ে তদন্তও শুরু করা হয়েছে বলে খবর। পাশপাশি বাজেয়াপ্ত করা হয় কপিলের গাড়ি। যদিও কপিল শর্মার তরফে এ বিষয়ে পাল্টা কোনও মন্তব্য করা হয়নি। এদিকে কপিলের সঙ্গে সাড়ে পাঁচ কোটি টাকার প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ আনেন কপিল। ২৯ ডিসেম্বর গাড়ি ডিজাইনার দিলীপ ছাবরিয়াকে ভুয়ো ফিনান্স এবং রেজিস্ট্রেশন চক্র চালানোর দায়ে গ্রেপ্তার করেছিল মুম্বই পুলিশ।
সেই দিলীপের বিরুদ্ধেই ওই বিপুল পরিমাণ আর্থিক নয়ছয়ের অভিযোগ এনেছেন কপিল। বৃহস্পতিবার, দুপুর ২টো নাগাদ মুম্বইয়ের ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট (সিআইইউ) থেকে বেরতে দেখা যায় কপিলকে। সেখানে ভারপ্রাপ্ত সিআইইউ অফিসার এপিআই শচীন ওয়েজের কাছে অভিযোগ পেশ করেন। এরপর পুলিশ কমিশনার পরমবীর সিংয়ের সঙ্গে দেখা করেন তিনি।অভিযোগে কপিল বলেন, দিলীপ ছাবরিয়াকে ভ্যানিটি ভ্যান বানাতে সাড়ে পাঁচ কোটি টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু সেই ভ্যান এখনও পাননি। ইতিমধ্যেই মুম্বইয়ের আর্থিক অপরাধ দমন শাখায় অভিযোগ দায়ের করেছেন তিনি। এরপর সংবাদপত্রে ছাবরিয়ার গ্রেপ্তারির খবর শুনে আরও আশঙ্কিত হয়ে যান কপিল, মুম্বই পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন।
ছাবরিয়ার মতো মানুষ গ্রেপ্তার হওয়াতে খুশি তিনি, জানিয়েছেন ‘হোয়াইট কলার ক্রাইমে’ প্রচুর লোক জড়িত। অপরদিকে, জানা যায়, কপিল শর্মার শোয়ে আর দেখা যাবে না ভারতী সিংকে। মাদক মামলায় নাম জড়ানোর পরই কপিলের শো থেকে ভারতীকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে খবর পাওয়া যায়। ষদিও বিষয়টি সত্যি নয় বলে দাবি করেন ক্রুষ্ণা অভিষেক। তিনি বলেন, তাঁরা প্রত্যেকে কপিলের পাশে রয়েছেন। ভবিষ্যতে যা হবে, তা পরবর্তীকালে দেখা যাবে বলেও মন্তব্য করেত শোনা যায় ক্রুষ্ণা অভিষেককে। যদিও কপিল বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন।