অনলাইন ডেস্ক, ৭ জানুয়ারি।। বিয়ের পর কি কখনো মনে হয়েছে, একজন ভুল মানুষকে বিয়ে করেছেন আপনি? শুরুর রোমাঞ্চকর সময়গুলো একটা সময় ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। অচেনা মনে হতে থাকা জীবনসঙ্গীকে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে সাতটি লক্ষণের কথা জানায়, যার মাধ্যমে বুঝতে পারবেন উপযুক্ত কাউকে আপনি বিয়ে করেননি।
সবচেয়ে চিন্তিত থাকা-
প্রতিদিন নানা ব্যস্ততার মধ্যেও আপনি চিন্তিত থাকেন। সংসার থেকে কোনো ধরনের অনুপ্রেরণা আপনি পাচ্ছেন না। অসুখী দিন কাটে আপনার। এর পেছনে কারণগুলো আপনাকে ভেবে দেখতে হবে। এমন পরিস্থিতিতে আপনার একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।
ঝগড়াঝাঁটি আর হাতাহাতি-
চিন্তায় অমিল লেগেই থাকে। এতে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি আর হাতাহাতি লেগেই থাকে। আপনাকে আহত করতে দ্বিধাবোধ কাজ করে না সঙ্গীর মধ্যে। সব সময় রাগান্বিত চেহারায় থাকাই তার স্বভাব। এতেই বুঝবেন আপনারা আসলে সুখী দম্পতি নন।
অসততা দেখানো-
দাম্পত্য জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরস্পরের প্রতি সৎ থাকা। এখন দেখা যাচ্ছে, আপনার সঙ্গী প্রায় সময় সত্য লুকায় কিংবা মিথ্যা বলে। এতে বোঝা যাবে, আপনার প্রতি সে বিশ্বস্ত নয়। এমন পরিস্থিতিতে আপনাদের সম্পর্ক নিয়ে নতুন করে চিন্তা করতে পারেন আপনি।
কথা খুঁজে না পাওয়া-
একসঙ্গে সংসার করছেন কিন্তু কোনো কিছু তেমন কথাবার্তা হয় না আপনাদের মধ্যে। সঙ্গীর মধ্যে কোনো ধরনের অনুভূতি খুঁজে পান না আপনি।
একাকিত্বে ভোগা-
দাম্পত্য জীবনে নিঃসঙ্গে ভোগার মানে হচ্ছে,সঙ্গীকে আপনি কিংবা তিনি আপনাকে মানসিকভাবে আপন করতে নিতে পারছেন না। যে কোনো ধরনের সংকটে আপনার সঙ্গীকে আপনি পাশে পাচ্ছেন না। তার প্রতি আস্থা নেই আপনার।
অন্যের প্রতি আকৃষ্ট-
সঙ্গী থেকেও অন্য কোনো ব্যক্তির প্রতি আকৃষ্ট হওয়া। দাম্পত্য জীবনে সঙ্গী আপনাকে তৃপ্ত করতে অক্ষম। এতে অন্য কারও প্রতি আপনি ঝুঁকে পড়েন।
এখন এসব পরিস্থিতিতে সবচেয়ে জরুরি হচ্ছে, দ্বিধা না রেখে দুজনে আলোচনা করেন। সিদ্ধান্ত নেয়ার আগে সময় নেন। এর জন্য পারলে কোনো মানসিক বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।