রক্তক্ষয়ী সংঘর্ষের পর বাইডেনকে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা কংগ্রেসের

অনলাইন ডেস্ক, ৭ জানুয়ারি।। তীব্র উত্তেজনা ও উত্তপ্ত পরিস্থিতির মধ্যে জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস।

বুধবার অধিবেশন চলাকালে কংগ্রেস ভবন ক্যাপিটলে ঢুকে হামলা ও ভাঙচুর চালায় বিদায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা। সহিংসতায় অন্তত ৪ জন নিহত হন।

জারি করা হয় কারফিউ ও জরুরি অবস্থা।বিবিসি, সিএনএন, আলজাজিরা জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ফের অধিবেশনে বসেন কংগ্রেসের দুই কক্ষ সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্যরা।

১৪ ডিসেম্বর ইলেক্টোরাল কলেজের ভোটের আনুষ্ঠানিক গণনা হয় সেখানে। আপত্তি ওঠে পেনসিলভানিয়া এবং অ্যারিজোনা রাজ্যে ভোট নিয়ে। তবে সেই আপত্তি খারিজ হয়ে যায় এবং ইলেকটোরাল ভোট অনুমোদিত হয়।

৩ নভেম্বর যুক্তরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফলে রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ট্রাম্পকে হারিয়ে দেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন। এরপর নির্বাচন পদ্ধতির দ্বিতীয় ধাপ হিসেবে ইলেক্টোরাল কলেজ ভোট অনুষ্ঠিত হয়। সেখানেও জিতেন বাইডেন।

কংগ্রেসে ইলেক্টোরাল ভোটের অনুমোদনের মাধ্যমে বাইডেনকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া বাকি ছিল। এখন হোয়াইট হাউসে ওঠতে আর কোনো বাধা রইল না বাইডেনের। যুক্তরাষ্ট্রের প্রথা অনুযায়ী, ২০ জানুয়ারি দেশটির ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন।

বুধবার কংগ্রেস অধিবেশনকে ঘিরে মার্কিন ইতিহাসের অন্যতম কালো দিন দেখল বিশ্ব। ক্যাপিটল ভবনে নজিরবিহীন হামলার নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা। এর জেরে হোয়াইট হাউস থেকে পদত্যাগ করেছেন বেশ কয়েকজন কর্মকর্তা। সহিংসতার জন্য ট্রাম্পকে দায়ী করেছেন তার দলের নেতারা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?