ক্যাপিটাল হিলে হামলাকারীদের জমায়েতে ভারতের জাতীয় পতাকা! ব্যাপার কী?

অনলাইন ডেস্ক, ৭ জানুয়ারি।। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের বিক্ষোভে উড়ল ভারতের জাতীয় পতাকা! স্থানীয় সময়ানুযায়ী বুধবার আমেরিকায় ক্যাপিটাল হিল বিল্ডিংয়ে হামলা চালান ট্রাম্পের সমর্থকরা। সেখানে তখন মার্কিন সেনেট ও হাউজ অফ রিপ্রেজেনটেটিভসের সভা চলছিল। বিক্ষোভ ক্রমশ হিংসাত্মক আকার নিলে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। প্রাণ হারান এক মহিলা-সহ চার জন।

সেই বিক্ষোভেই আমেরিকার পতাকার পাশে উড়ল ভারতের জাতীয় পতাকাও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন ছবি ও ভিডিও তে এই দৃশ্যই চোখে পড়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দেখা দিয়েছে। অনেকেই বলছেন এই উগ্র বিক্ষোভে ভারতের তেরঙা পতাকার উপস্থিতি অত্যন্ত আপত্তিকর।

ভারতের পতাকার পাশাপাশি এই বিক্ষোভে ঠাঁই পেয়েছে ‘কনফেডারেট’ পতাকাও। ১৮৬১ সালে ক্রীতদাস প্রথার সমর্থক ১১টি রাজ্য আমেরিকা থেকে বিচ্ছিন্ন হয়ে কনফেডারেট স্টেটস গঠন করেছিল। চার বছরের গৃহযুদ্ধের পর কনফেডারেটদের পরাজিত করে ফের আমেরিকাকে ঐক্যবদ্ধ করেন আব্রাহাম লিঙ্কন। সেই দাসপ্রথা বিরোধী লিঙ্কনের দল হল রিপাবলিকান পার্টি। এই দলেরই নেতা ডোনাল্ড ট্রাম্প। আর তাঁর সমর্থকরাই এই পতাকা হাতে এত যুগ পর ফের বিক্ষোভ দেখালেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?