সোনু সুদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ বিএমসির

অনলাইন ডেস্ক, ৭ জানুয়ারি।। ‘গরিবের মসিহা’ তকমা পেয়েছেন ইতিমধ্যেই। অতিমারীর মধ্যে সমাজসেবামূলক কাজের জন্য মিলেছে দক্ষিণ এশিয়ার এক নম্বর সেলেব্রিটির সম্মানও।

কিন্তু এবার সেই ভগবানের বিরুদ্ধেই মুম্বই পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দিল বৃহন্মুম্বই পুরসভা। বিএমসির দাবি, কোনও অনুমতি ছাড়ায় জুহুতে অবস্থিত ছয় তলার শক্তি সাগর আবাসনকে হোটেলে পালটে ফেলেছেন সোনু সুদ। এমনকী নোটিশ জারি করবার পরেও কাজ বন্ধ হয়নি অভিযোগ বিএমসির।

পুরসভা সূত্রে খবর, গত বছর অক্টোবরেই নোটিশের বিরুদ্ধে নগর দায়রা আদালতের দ্বারস্থ হয়েছিলেন সোনু, তবে কোনওরকম স্বস্তি মেলেনি। যদিও সে অভিযোগ অস্বীকার করে সোনুর দাবি, তাঁর কাছে সমস্ত অনুমতিপত্র রয়েছে।

একমাত্র মহারাষ্ট্র জোন ম্যানেজমেন্ট অথোরিটির ছাড়পত্রের অপেক্ষায় রয়েছেন তিনি। সোনু সুদ জানিয়েছেন, ‘বিএমসির কাছ থেকে ওই আবাসনের ব্যবহারের বদলে আনতে প্রয়োজনীয় অনুমতি নিয়েছিলাম। কোভিড-এর কারণে এখনও ছাড়পত্র আসেনি। কোনওরকম আইন লঙ্ঘন হয়নি।’

তাঁর দাবি, এটা করোনা যোদ্ধাদের হোটেল হিসাবে ব্যবহার করা হয়েছে, অনুমতি না এলে এটা আবাসনে বদলে দিতে রাজি।’ বিএমসির অভিযোগের বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন তিনি। এদিকে সোনুর বিরুদ্ধে এই অভিযোগে ক্ষিপ্ত নেটিজেনদের একাংশ।

কেউ দাবি করেছেন, সোনুর এই আবাসনটি হোটেল নয় তা দরিদ্রদের আশ্রয়ের জায়গা। আর তাই বিএমসির সহ্য হচ্ছে না। কেউ আবার বিদ্রূপ করে লিখেছেন, জরিমানার অর্থ বৃহণ্মুম্বই পুরনিগমের বদলে যেন সঞ্জয় রাউতের অ্যাকাউন্টে দেওয়া হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?