অনলাইন ডেস্ক, ৭ জানুয়ারি।। ঋষভ পন্থের মতো ক্রিকেটার কেন ভারতীয় দলে জায়গা পাবেন না, তা নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলেছিলেন রিকি পন্টিং। যিনি আবার আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের কোচ। বৃহস্পতিবার সেই প্রাক্তন অধিনায়কই উষ্মাপ্রকাশ করে ফেললেন ভারতীয় উইকেটকিপারের ব্যর্থতা দেখে। ঋষভের দুটি সহজ ক্যাচ হাতছাড়া করার ফলে সিডনি টেস্টের প্রথম দিনে চাপে পড়ে গেল ভারতও। প্রথমবার রবিচন্দ্রন অশ্বিন, তার পরে মহম্মদ সিরাজের বলে ঋষভ নবাগত উইল পুকভস্কির দুটি ক্যাচ হাতছাড়া করলেন। সেই সুযোগ কাজে লাগিয়ে পুকভস্কি করে গেলেন করে গেলেন মূল্যবান ৬২ রান। অস্ট্রেলিয়াকেও দাঁড় করিয়ে দিলেন শক্ত মঞ্চের উপরে। প্রথম দিনের শেষে তাদের স্কোর ১৬৬-২।
কিন্তু ঋষভ কেন কিপিং এখনও নিখুঁত করে তুলতে পারলেন না, তা নিয়েই প্রশ্ন তুলেছেন পন্টিং। তিনি বলেছেন, “দুটোই সহজ ক্যাচ ছিল। কেন ঋষভ তা ধরতে পারল না, সেটা দেখে আমিও অবাক হয়ে গিয়েছি। বলতে হবে ভারতীয় দল ভাগ্যবান যে, দুটো জীবন পেয়েও পুকভস্কি সেঞ্চুরি করতে পারেনি! আমার কাছে ব্যাপারটা খুব বিরক্তিকর বলেই মনে হয়েছে।” তিনি আরও যোগ করেন, “আমি কিন্তু গোড়া থেকে বলে আসছি, ঋষভকে কিপিং সম্পর্কে সতর্ক হতে হবে। টেস্টে অভিষেকের পর থেকে ঋষভ যত গুলো ক্যাচ হাতছাড়া করেছে, এমনটা ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় কোনও উইকেটকিপার করেছে বলে আমি মনে করি না।
এখনও যদি এই ব্যাপারটা সম্পর্কে সতর্ক না হতে পারে, তা হলে হয়তো ভবিষ্যতে ওকে কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হবে দলে জায়গা পাকা করতে।” এ দিকে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন, কেন ঋদ্ধিমানকে প্রথম টেস্টের পরেই বসিয়ে রেখে ঋষভকে নিয়ে আসা হল? জনৈক টুইটার হ্যান্ডলার লিখেছেন, “মনে রাখবেন, ঋষভকে কিপার হিসাবে বেছেছেন রবি শাস্ত্রী! তার পরিণতি আমরা দেখলাম।” অন্য এক নেটিজেন লিখেছেন, “ঋদ্ধি ক্যাচ ফেললে বলা হয় ওর বয়স হয়ে গিয়েছে। ওকে বার করে ঋষভকে নিয়ে এসো। হি ইজ নো সাহা, অনলি হাহা! আর পন্থ ক্যাচ ফেললে বলা হয়, বেচারা! ছেলেটাকে কী মিষ্টিই না দেখতে!”