অনলাইন ডেস্ক, ৬ জানুয়ারি।। গালওয়ান সংঘাতের পর পরই ভারতে নিষিদ্ধ হয়েছিল বেশ কিছু চিনা অ্যাপ। এবার সেই পথে হাঁটল আমেরিকাও। আটটি চিনা অ্যাপ নিষিদ্ধ করার নির্দেশে স্বাক্ষর করলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলিপে, উইচ্যাট পে-সহ আটটি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। ব্যবহারকারীদের যাবতীয় তথ্য এই সব অ্যাপ থেকে ফাঁস হতে পারে বলে আশঙ্কা মার্কিন প্রশাসনের।
ট্রাম্প জানিয়েছেন, এই অ্যাপগুলি তাদের ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। বিদায়ী প্রেসিডেন্টের আশঙ্কা, এগুলো ব্যবহার করে চিন সরকার সরকারি কর্মচারীদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে পারে। আগামী ৪৫ দিনের মধ্যে প্রেসিডেন্টের এই আদেশ কার্যকর হবে আমেরিকায়। কিন্তু ততদিন আর প্রেসিডেন্ট থাকবেন না ট্রাম্প।
জো বাইডেনকে ক্ষমতা হস্তান্তর করতে হবে তাঁকে। এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলেও, বাইডেনের সঙ্গে আলোচনা করা হয়নি বলেই জানিয়েছেন হোয়াইট হাউসের এক অফিসার। এর আগে চিনা অ্যাপ টিকটককে নিষিদ্ধ করার জন্য নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প।
সেই নির্দেশ খারিজ হয় আদালতে। সম্প্রতি এইসব অ্যাপ প্রচুর মানুষ ডাউনলোড করেছেন। মার্কিন সরকারের মতে, এইসব অ্যাপ ব্যবহার করে প্রায় ১ কোটি মানুষ নিজেদের ব্যক্তিগত তথ্যকে ঝুঁকির মুখে ফেলেছেন।
আলিপে এবং উইচ্যাট পে ছাড়াও এ দিনের নিষিদ্ধ তালিকায় রয়েছে ক্যামস্ক্যানার, কিউকিউ ওয়ালেট, শেয়ারইট, টেনসেন্ট কিউকিউ, ভিমেট, ডব্লিউপিএস অফিসের মতো বহুল ব্যবহৃত অ্যাপগুলি।