অনলাইন ডেস্ক, ৬ জানুয়ারি।। বেশ কয়েক মাস আগে থেকেই নেপালকে করোনার টিকা বিক্রির চেষ্টা করছে বেজিং। চিন ইতিমধ্যেই করোনার টিকা সিনোভ্যাক তৈরি করেছে। সেই টিকা নেপালকে বিক্রি করতে সব ধরনের চেষ্টা চালাচ্ছে চিন। কিন্তু নেপাল চিনের টিকা নিতে রাজি নয়।
নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ গয়ালি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চিনের টিকায় তাঁদের একেবারেই ভরসা নেই। তাই তাঁরা ভারতের কাছ থেকে এক কোটি ডোজ ভ্যাকসিন নিতে চান। কয়েকদিনের মধ্যেই ভারত সফরে আসছেন নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ। সে সময় ভারতের কাছ থেকে টিকা কেনার ব্যাপারে তিনি আলোচনায় বসবেন বলে জানা গিয়েছে। ১৪ জানুয়ারি ভারতে আসছেন প্রদীপ। পরের দিন অর্থাৎ ১৫ জানুয়ারি তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সঙ্গে ভারত-নেপাল যৌথ কমিশনের বৈঠকে যোগ দেবেন।
ভারত ও নেপাল দুই দেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই বৈঠকে করোনার টিকা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। মনে করা হচ্ছে ওই বৈঠকেই ভারতের কাছ থেকে ভ্যাকসিন কেনার বিষয়টি চূড়ান্ত করবেন নেপালের বিদেশমন্ত্রী। গত মাস থেকেই নেপালে প্রশাসনিক অচলাবস্থা চলছে। ইতিমধ্যেই নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি সংসদের নিম্ন কক্ষ বা হাউজ অব রিপ্রেজেন্টেটিভস ভেঙে দিয়েছিলেন। যদিও জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে টিকা কেনার ব্যাপারে ভারতের সঙ্গে আলোচনা চলছিল নেপালের।
চিন এরই মধ্যে নেপালকে টিকা বিক্রি করতে মরিয়া চেষ্টা চালালেও কাঠমান্ডু অবশ্য বেজিংয়ের প্রস্তাব উড়িয়ে দিয়েছে। জানা গিয়েছে, বেজিং নয়, কাঠমান্ডু ভারতের উপরেই ভরসা রাখছে। সে কারণে তারা ভারতের কাছ থেকে এক কোটি ২০ লাখ ডোজ টিকা কিনতে চায়। ভারতে নেপালের রাষ্ট্রদূত নীলাম্বর আচার্য জানিয়েছেন, ভারতের দুই সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ও ভারত বায়োটেকের তৈরি টিকা কিনতে আগ্রহী কাঠমান্ডু।