স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৬ জানুয়ারি।। চরিলাম মোটর স্ট্যান্ডে মাটি ভরাটের কাজে নিযুক্ত ট্রিপার গাড়ি বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এসে আগুন ধরে যায়। অল্পেতে রক্ষা পায় গোটা এলাকা। বেশ কিছুদিন ধরেই চরিলাম মোটর স্ট্যান্ডে মাটি ভরাটের কাজ চলছে।
বুধবার সাতসকালে মোটর স্ট্যান্ডে মাটি ফেলতে গিয়ে ভয়াবহ বিপদের সম্মুখীন হয় ট্রিপার গাড়ি। ট্রিপার গাড়িটির নাম্বার TR -08-1779 । ট্রিপার গাড়িটি যখন মাটি ফেলছিল তখন গাড়ির পিছনের দিক উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে চলে যায়। এতে করে গাড়িটিতে আগুন ধরে যায়। গাড়ির চালক তখন লাফিয়ে মাটিতে পড়ে যায়। অল্পেতে রক্ষা পায় গাড়ির চালক উদয়পুর নিবাসী সুজন আলী।
চালক জানায় আরো দুই দিন এমন হয়েছে। কিন্তু এমন ভাবে গাড়িতে আগুন লেগে যায়নি। এইদিন ট্রিপার গাড়িটির চারটি চাকা আগুনে ঝলসে যায়। চালকের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়।
একই সাথে খবর দেওয়া হয় বিদ্যুৎ নিগমের কর্মীদের। বিদ্যুৎ নিগমের কর্মীরা এলাকার বিদ্যুৎ সংযোগ ছিন্ন করার পর দমকল বাহিনীর কর্মীরা গাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।