স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ জানুয়ারি।। ৩১ তম দিনেও অব্যাহত রয়েছে চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের জয়েন্ট মোভমেন্ট কমিটির অনির্দিষ্ট কালের গনঅবস্থান কর্মসূচী।
চাকুরির স্থায়ী সমাধানের দাবিতে রাজধানীর সিটি সেন্টারের সন্মুখে অনির্দিষ্ট কালের জন্য গনঅবস্থান শুরু করে চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের জয়েন্ট মোভমেন্ট কমিটি। সেই গনঅবস্থান বুধবার ৩১ তম দিনে পড়েছে। এরই মধ্যে গনঅবস্থান অব্যাহত রেখে শিক্ষক শিক্ষিকারা নিজ নিজ বিদ্যালয়ে যাওয়ার বার্তা দেন। অভিযোগ গনঅবস্থানের ৩১ তম দিনেও সরকারের পক্ষ থেকে কোন প্রতিনিধি গনঅবস্থানরত শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলেনি।
জয়েন্ট মোভমেন্ট কমিটির সদস্যদের বক্তব্য যতক্ষন না পর্যন্ত তাদের চাকুরির স্থায়ী সমাধান হবে ততক্ষণ পর্যন্ত তারা গনঅবস্থান অব্যাহত রাখবে। তাদের একটাই দাবি তাদের চাকুরি ফিরিয়ে দেওয়া হোক। অন্যথায় তারা বৃদ্ধ মা-বাবা ও সন্তানদের নিয়ে অনাহারে-অর্ধাহারে মারা যাবে।