নয়া দিল্লিতে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ জানুয়ারি।। রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আজ সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সাক্ষাতকারকালে মুখ্যমন্ত্রী ২০১৮ সালের এপ্রিল মাস থেকে ২০২০-এর অক্টোবর পর্যন্ত রাজ্য সরকারের কাজের অগ্রগতি, উল্লেখযোগ্য সাফল্য এবং রাজ্য সরকারের নেওয়া উল্লেখযোগ্য উদ্যোগগুলির কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন৷ এরমধ্যে রয়েছে ক’ষি ও ক’ষক কল্যাণ, উদ্যান, মৎস্যচাষ, প্রাণীসম্পদ বিকাশ, বনায়ন, মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, ব পরিবারগুলির পুনর্বাসন, অটল জলধারা মিশন, হকার এবং ফুটপাথ ব্যবসায়ীদের জন্য প্রকল্প, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রকল্প ও জাতীয় সড়কগুলির উন্নয়ন৷

তাছাড়াও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নমূলক কাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং কেন্দ্রীয় সরকারের সহযোগিতার জন্য অনুরোধ জানান৷ মুখ্যমন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আর্থিক সহায়তা পাওয়ার জন্য সাবমের লজিস্টিক হাবের ডিপিআর তৈরিতে বাণিজ্য মন্ত্রকের সহযোগিতাও চেয়েছেন৷ মুখ্যমন্ত্রী রাবার ও চা শিল্প ক্ষেত্রের বিকাশে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চেয়েছেন৷ বিশেষ করে রাবার ভিত্তিক শিল্পকে উজ্জীবিত করতে টিআরআইএফইডি অথবা সরকারি সংস্থা যেন রাজ্যের রাবার সংগ্রহ করে সেজন্য কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চেয়েছেন৷ কারণ কোভিড অতিমারিতে রাজ্য থেকে রাবার সংগ্রহ হাস পেয়েছে৷

সাক্ষাতকারের সময় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পর্যটন শিল্পের বিকাশে বিশেষ করে উত্তর পূর্বা’লের বিকাশে স্বল্প ভাড়ায় বিমান পরিষেবা দেওয়ার কথা তুলে ধরেন৷ চারটি রাজ্য সড়ককে নীতিগতভাবে জাতীয় সড়ক হিসাবে ঘোষণা করার জন্যও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন৷মুখ্যমন্ত্রী ২০২০-২১ অর্থবছরে ২,৭৬১ কোটি টাকা রাজ্যের রাজস্ব ঘাটতি মেটাতে কেন্দ্রীয় সহায়তার কথাও প্রধানমন্ত্রীকে জানান৷ প্রায় ১ হাজার কোটি টাকার চালু প্রকল্পগুলির কাজ শেষ করতে অর্থ দপ্তর থেকে ৬৫০ কোটি টাকা বকেয়া মিটিয়ে দেওয়ার কথা মুখ্যমন্ত্রী তুলে ধরেন৷ মুখ্যমন্ত্রী নতুন একস্টারনেলি এইডেড প্রোজেক্টগুলোর মোরাটরিয়াম অপসারণ করতে এবং সড়ক ক্ষেত্রে অন্তত একটি ইএপি অনুমোদন করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান৷

তাছাড়াও উত্তর পূর্বা’ল পর্ষদের এনইআরএসডিএস-এর অধীনে ১৯টি সড়ক প্রকল্প অনুমোদনেরও অনুরোধ করেন৷ জি এস ডি পি অনুযায়ী ওপেন মার্কেট বরোয়িং করার জন্য অর্থ মন্ত্রকের অনুমোদনের কথাও তিনি তুলে ধরেন৷ নাবার্ড থেকে ঋণ হিসেবে ৪০০ কোটি টাকা রাজ্য যেন দ্রত পেতে পারে সেজন্যও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ সমস্ত বিষয়ে মুখ্যমন্ত্রীকে সবধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?