অনলাইন ডেস্ক, ৬ জানুয়ারি।। ২০২১-এর শুরুতেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে বেশ কয়েক হাজার শূন্য পদে লোক নিয়োগ করা হবে। জাতীয় স্বাস্থ্য মিশন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, গোয়েন্দা ব্যুরো, উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন, মহারাষ্ট্র মেট্রো রেল কর্পোরেশনের বিভিন্ন শূন্যপদে খুব শীঘ্রই নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী স্থির হবে বেতন। সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন পাবেন জন নির্বাচিত প্রার্থীরা। প্রতিটি ক্ষেত্রেই অনলাইনে আবেদন করতে হবে।
জানা গিয়েছে, গোয়েন্দা ব্যুরোতে ২০০০ শূন্য পদ রয়েছে। ইচ্ছুক প্রার্থীরা ৯ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা সপ্তম পে কমিশন অনুসারে ৪৪৯০০ টাকা থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা বেতন পাবেন। জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় অসমে মেডিকেল হেলথ অফিসারের ৪৭৬ টি শুন্য পদ রয়েছে। চিকিৎসক, স্বাস্থ্য আধিকারিক পদে নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীদের ১৫ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। এই পদগুলিতে নির্বাচিত প্রার্থীর প্রতি মাসে ৩০ হাজার টাকা থেকে ১ লাখ ১০ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ইঞ্জিনিয়ারিং ও সহকারী কারিগরি ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে। আগ্রহী প্রার্থীদের ২০২১-এর ১৫ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের বেতন হবে ২৫ হাজার টাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকার মধ্যে। টেকনিক্যাল অ্যাটেনডেন্ট পদে বেতন ২৩ হাজার টাকা থেকে ৭৮ হাজার টাকার মধ্যে। মহারাষ্ট্র মেট্রো রেল কর্পোরেশনও বিভিন্ন শূন্য পদে নিয়োগ করতে চলেছে।
শিক্ষাগত যোগ্যতা ও বিভিন্ন বিভাগ অনুযায়ী বেতনের কিছুটা তারতম্য হবে। তবে সর্বনিম্ন ২০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১.২৫ লাখ টাকা পর্যন্ত বেতন পাওয়া যাবে। ইচ্ছুক প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী ২১ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। অন্যদিকে উত্তর প্রদেশ পাবলিক সার্ভিস কমিশন ১৪৭৩ টি শূন্য পদের জন্য লোক নিয়োগ করবে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের ২২ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। এই সমস্ত পদগুলিতে বেতন হবে ৪৭ হাজার ৬০০ টাকা থেকে ১ লাখ ৫১ হাজার ১০০ টাকা পর্যন্ত।