অনলাইন ডেস্ক, ৬ জানুয়ারি।। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের ধর্মান্তর আইনের বিরুদ্ধে বেশ কয়েকটি আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। ওই সব আবেদনের ভিত্তিতে বুধবার শীর্ষ আদালত সংশ্লিষ্ট দুই রাজ্যকে নোটিস পাঠাল। একাধিক আবেদনকারী তাঁদের আবেদনে জানান, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড ধর্মান্তর বিরোধী আইন করে সংবিধান লংঘন করছে।
ওই আইনে ধর্মনিরপেক্ষতা ও ধর্মের ভিত্তিতে ভেদাভেদ না করার নীতি মান্য করা হচ্ছে না। এক আবেদনকারী স্পষ্ট বলেন, কল্পনার ভিত্তিতে ওই ধর্মান্তর বিরোধী আইন করেছে এই দুই রাজ্য। মুসলিম সম্প্রদায়ের প্রতি সন্দেহ উদ্রেক করাই এই আইনের উদ্দেশ্য।
আইনে নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে। পরিবর্তে পুলিশের হাতে সাংবিধান বহির্ভূত ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে। এই আইনকে ভিত্তি করে পুলিশের মধ্যে স্বেচ্ছাচারিতা বাড়বে। তারা অকারণেই মানুষকে নিগৃহীত করবে। তাই শীর্ষ আদালত ওই দুই রাজ্যের আইনটি ভালো করে খতিয়ে দেখুক।
ওই আবেদনের ভিত্তিতে এদিন শীর্ষ আদালতের এক বেঞ্চ দুই রাজ্যকে আইন সম্পর্কে বিস্তারিত জানানোর নির্দেশ দিয়েছে। উত্তরপ্রদেশ ও উত্তরাখন্ড ধর্মান্তর সংক্রান্ত যে আইন তৈরি করেছে তা বিস্তারিত ভাবে জানানোর নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
যদি সর্বোচ্চ আদালত ওই দুই রাজ্যের আইন নিয়ে খুশি হয় তবেই হয়তো তা বলবৎ থাকবে। অন্যথায় শীর্ষ আদালত ওই দুই রাজ্যকে আইন পরিবর্তনের বিষয়ে পরামর্শ দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।