অনলাইন ডেস্ক, ৬ জানুয়ারি।। প্রেমিকাকে খুন করে আত্মঘাতী প্রেমিক। মুম্বইয়ের মালড অঞ্চলের ঘটনা। সোমবার সকালে পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এই ঘটনাটির পুলিশ তদন্ত করছে। কিন্তু এই মুহূর্তেই কিছু বলা যাচ্ছে না।
ওই তরুণ কেন তরুণীকে হত্যা করল এবং নিজেও সে আত্মহত্যা কেন করল? আদতে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল কি না? এই সব বিষয় খতিয়ে দেখছে পুলিশ এবং পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হচ্ছে।
মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী আসলাম শেইখ ঘটনাস্থলে পৌঁছন এবং বিষয়টি নিয়ে মন্তব্য করেন। তিনি বলেছিলেন, এই ঘটনাটি প্রেম ঘটিত।পুলিশ কমিশনার দিলীপ সাওয়ান্ত জানিয়েছেন, “সোমবার মুম্বইয়ের মালাড এলাকায় এক যুবক নিজেকে গুলি করে আত্মহত্যা করে।
তার আগে সে ২২ বছরের এক তরুণীকে গুলি করে হত্যা করেছিল। তাদের আমরা চিহ্নিত করতে পেরেছি। এই ঘটনার তদন্ত শুরু করা’’।