স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ জানুয়ারি।। প্রদেশ বিজেপির প্রভারি হিসাবে নিযুক্তি পাওয়ার পর দ্বিতীয় বারের মতো তিন দিনের রাজ্য সফরে আসলেন প্রদেশ বিজেপির প্রভারি বিনোদ সোনকর। বুধবার সকালে বিমানে করে তিনি আগরতলাস্থিত এমবিবি বিমান বন্দরে আসেন।
এইদিন আগরতলাস্থিত এম.বি.বি বিমান বন্দরে প্রদেশ বিজেপির প্রভারি বিনোদ সোনকরকে স্বাগত জানান প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক টিঙ্কু রায় ও সাধারন সম্পাদিকা পাপিয়া দত্ত। পাশাপাশি অসংখ্য বিজেপি দলের কর্মী সমর্থক এইদিন এমবিবি বিমান বন্দরে উপস্থিত থেকে প্রদেশ বিজেপি প্রভারিকে স্বাগত জানায়।
এমবিবি বিমান বন্দর থেকে প্রদেশ বিজেপি প্রভারি চলে আসেন স্টেট গেস্ট হাউসে। সেখান থেকে তিনি চলে যান উদয়পুরে। উদয়পুরে একাধিক দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা রয়েছে প্রদেশ বিজেপি প্রভারি বিনোদ সোনকরের। এইদিকে আগরতলাস্থিত এমবিবি বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি প্রভারি বিনোদ সোনকর জানান তিনি বর্তমানে বিজেপি দলের রাজ্য প্রভারি।
তাই ওনাকে বারে বারে রাজ্যে আসতে হবে। সংগঠন বিস্তার করার জন্য তিনি দলীয় কার্যকর্তাদের সাথে নিয়ে কাজ করবেন বলেও জানান।