অনলাইন ডেস্ক, ৬ জানুয়ারি।। আজ হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না সৌরভ গঙ্গোপাধ্যায়কে। হাসপাতাল সূত্রে খবর, তিনি নিজেই চেয়েছেন আরও একদিন হাসপাতালে থাকতে। সেই কারণেই এই সিদ্ধান্ত । আগামীকাল বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পাবেন দাদা। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, রাতে ভালো ঘুম হয়েছে সৌরভের। তাঁর শারীরিক অবস্থা একদম স্বাভাবিক। রাতে ভালভাবে ঘুমিয়েছেন দাদা। সকালে সেরেছেন ব্রেকফাস্ট। আজ ফের সৌরভের ইসিজি করা হবে।
মঙ্গলবার তাঁকে পরীক্ষা করেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। খতিয়ে দেখেন রিপোর্ট, কথা বলেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের সঙ্গেও। তিনি বলেন, ‘ও এখন এতটাই ফিট একটা ম্যারাথন দৌড়তে পারে, প্লেন ওড়াতে পারেন, ক্রিকেট খেলতে পারে’। অনুরাগীদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘ওঁকে ঠিক সময়ে আনা হয়েছিল, ডাক্তাররা যে ট্রিটমেন্ট করেছেন, একদম ঠিক, এটা খুব একটা বড় সমস্যা তৈরি করবে না, বাড়ির যাওয়ার পরদিন থেকেই ও কর্মজীবনে ফিরতে পারবে। ও যেহেতু ফিট, তাই অল্প ব্লকেজ হয়েছিল। যে কোনও সাধারণ মানুষের ৪০ পেরোলেই চেকআপে থাকা উচিত’।
উডল্যান্ডস হাসপাতালের তরফে জানানো হয়, হাসপাতাল থেকে ছাড়ার পর তাঁকে চিকিৎসকরা নিয়মিত পরীক্ষা করবেন। দু-তিন সপ্তাহ পরে ফের স্টেন্ট বসানোর জন্য নিয়ে আসা হবে। বৃহস্পতিবার বাড়ি ফেরার পর তাঁকে সম্পূর্ণ বিশ্রামেই থাকতে হবে। তবে ‘ওয়ার্ক ফ্রম হোম’ করতে বাধা নেই। অর্থাৎ, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যদি মনে করেন বোর্ডের বা আইসিসি-র কোনও সভায় বাড়ি থেকে যোগ দেবেন, তা তিনি পারবেন। কিন্তু খুব পরিশ্রমের কাজ থেকে এখন দূরেই থাকতে হবে।