স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ জানুয়ারি।। তিন দিনের রাজ্য সফরে এসে বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে যান প্রদেশ বিজেপির প্রভারি বিনোদ কুমার সোনকর। প্রদেশ বিজেপি কার্যালয়ে তিনি বিজেপির রাজ্য কমিটির অফিস বিয়ারার ও নির্বাচনী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন। প্রদেশ বিজেপি কার্যালয়ে বিনোদ কুমার সোনকরকে স্বাগত জানান প্রদেশ বিজেপি সভাপতি ডাক্তার মানিক সাহা।
এছাড়াও এইদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহসভানেত্রী তথা সাংসদ প্রতিমা ভৌমিক, সহসভাপতি রাজীব ভট্টাচার্য, গৌরি শঙ্কর রিয়াং, বিধানসভার উপাধাক্ষ বিশ্ববন্দু সেন সহ, প্রদেশ বিজেপির সাধারন সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। দলের প্রভারী হিসাবে তাঁকে রাজ্যে বারে বারে আসতে হবে। সংগঠনের বিস্তারের জন্য কাজ করে যাবেন তিনি।
আগামীর লক্ষ্য আসন্ন এডিসি নির্বাচন এবং পুর নির্বাচন। সেই দিকে কাজ চলছে বলে জানান তিনি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ইস্যুতে প্রদেশ বিজেপির প্রভারি বিনোদ কুমার সোনকর বলেন পশ্চিমবঙ্গে পূর্ণ ক্ষমতার সঙ্গে সরকার গঠন করবে বিজেপি। মমতা ব্যানার্জীর পায়ের তলার মাটি সরে গেছে। নির্বাচনে তার পরাজয় নিশ্চিত বলে জানান তিনি।