অনলাইন ডেস্ক, ৬ জানুয়ারি।। ইতিমধ্যেই খুলে গিয়েছে সিনেমা হল। কিন্তু সিনেমা হল খুললেও বেশ কিছু বিধিনিষেধ আগামী দিনেও বজায় থাকবে বলে তামিলনাড়ু সরকারকে জানিয়ে দিল কেন্দ্র। করোনার নতুন স্ট্রেনের সন্ধান মিলেছে তামিলনাড়ুতে। সেই কথা মাথায় রেখে কেন্দ্র জানিয়েছে, এখনই সিনেমা হলে ১০০ শতাংশ দর্শক ঢুকতে দেওয়া যাবে না।
উল্লেখ্য, পঞ্চম দফার আনলক পর্বে সিনেমা হল, থিয়েটার হল খুললেও বেশ কিছু নিয়ম চালু রেখেছিল কেন্দ্র। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছিল, হলগুলি মোট আসনের ৫০ শতাংশ দর্শক নিয়ে খুলতে খুলতেই পারে। অর্থাৎ হলের ভিতর দর্শকদের মধ্যে যাতে নির্দিষ্ট দূরত্ব বজায় থাকে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর মার্চের মাঝামাঝি থেকেই দেশের সমস্ত সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়েছিল।
ফলে বহু বড় বাজেটের ছবির মুক্তি আটকে যায়। দীর্ঘদিন হলগুলি বন্ধ থাকায় লোকসানের মুখে পড়েন হল মালিকরা। সে কারণে তাঁরা সরকারের কাছে আবেদন করেন, কম দর্শক নিয়ে হলেও হল খোলার অনুমতি দেওয়া হোক। ওই আবেদনের পরেই কেন্দ্র অবশ্য সিনেমা হল খোলার অনুমতি দেয়নি। শেষ পর্যন্ত পঞ্চম দফার আনলক পর্ব চালু হওয়ার সময় সিনেমা হল খোলার অনুমতি দেওয়া হয়েছিল। তবে সেটাও ছিল শর্তসাপেক্ষে।
কেন্দ্র স্পষ্ট জানিয়েছিল, একটি শো শেষ হওয়ার পর পরবর্তী শো শুরু হওয়ার আগে অর্থাৎ মধ্যবর্তী সময়ে গোটা হল স্যানিটাইজ করতে হবে। সিনেমা হলে যে সমস্ত দর্শক প্রবেশ করবেন তাঁদের বাধ্যতামূলকভাবে মাস্ক পড়তে হবে। পাশাপাশি দুই দর্শকের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।