অনলাইন ডেস্ক, ৬ জানুয়ারি।। প্রায় দেড় মাস কাটতে চললেও কৃষক আন্দোলনের সমাধান না হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।
এতদিনেও সমস্যার সমাধান না হওয়ায় কৃষি আইনের বিরুদ্ধে সব মামলা শুনতে রাজি হয়েছে শীর্ষ আদালত।বুধবার, সুপ্রিম কোর্ট জানিয়েছে, তিনটি কৃষি আইনের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলার শুনানি হবে। পরবর্তী শুনানি হবে ১১ জানুয়ারি।
এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে বলেন, ‘ আদালত চেয়েছিল কেন্দ্রের সঙ্গে কৃষকদের আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হোক। কিন্তু পরিস্থিতির এক চুলও উন্নতি হয়নি। তাই কৃষি আইনের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা একত্রিত করে শুনানি হবে’।
উল্লেখ্য, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের তিনটি নয়া কৃষি আইনের প্রতিবাদে গত ২৬ নভেম্বর থেকে দিল্লি সীমান্তে তীব্র শীত উপেক্ষা করে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। ইতিমধ্যেই, কেন্দ্রের সঙ্গে কৃষকদের সাত দফা আলোচনার পরেও মেলেনি কোনও সমাধান সূত্র। কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে অনড় রয়েছেন আন্দোলনকারীরা।