অনলাইন ডেস্ক, ৬ জানুয়ারি।। করোনার নয়া প্রজাতি (স্ট্রেন) নিয়ে আতঙ্কের মাঝেই এবার সন্ধান মিলল নয়া ভাইরাসের। যার নাম ‘ডিজিজ এক্স’। ইতিমধ্যেই বিজ্ঞানী মহলে হইচই পড়ে গিয়েছে এই ভাইরাসকে নিয়ে। ‘ইবোলা’ ভাইরাসের আবিষ্কর্তা বিজ্ঞানী জিন জ্যাকাস মুয়েম্বি এই ভাইরাসের কথা সামনে এনেছেন।
জানা গিয়েছে, কঙ্গোর এক মহিলার শরীরে এই ভাইরাসের সন্ধান মিলেছে। বিজ্ঞানীদের আশঙ্কা, এই ভাইরাস একবার ছড়িয়ে পড়লে তা করোনা সংক্রমণের থেকেও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। তবে এই প্রথম নয়, ২০১৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘ যে ৯টি ভাইরাসের তালিকা প্রকাশ করেছিল, সেখানেও নাম ছিল এই ভাইরাসের।
তবে এই ভাইরাসের ফলে কীরকম অসুস্থতা ছড়াতে পারে বা কী কী উপসর্গ ছড়াতে পারে তা নিয়ে এখনই বিশদে কিছু জানাতে পারছেন না বিশেষজ্ঞরা।