হংকংয়ে গণতন্ত্রপন্থী এমপি-কর্মীদের গণগ্রেপ্তার

অনলাইন ডেস্ক, ৬ জানুয়ারি।। হংকংয়ে প্রায় ৫০ জন গণতন্ত্রপন্থী আইনপ্রণেতা ও কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। চীনের আরোপ করা বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে বুধবার তাদের গ্রেপ্তার করা হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার অর্ধশতাধিক গণতন্ত্রপন্থীকে গ্রেপ্তার করা হয়েছে। হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হওয়ার পর এই আইনের অধীনে এটিই সবচেয়ে বেশিসংখ্যক গ্রেপ্তারের ঘটনা।

তবে এ গণগ্রেপ্তার নিয়ে হংকং পুলিশের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। হংকংয়ের গণতন্ত্রপন্থী ডেমোক্রেটিক পার্টির ফেসবুক পেজের পোস্ট থেকে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন জেমস টু, লাম চেউক টিং, লেস্টার শুমের মতো বহুল পরিচিত বিরোধী নেতা।

ডেমোক্রেটিক পার্টি বলছে, আইনসভার নির্বাচনের জন্য প্রার্থী বাছাই করতে গণতন্ত্রপন্থীরা গত বছর স্বতন্ত্র ভোটের আয়োজন করেছিল। এতে অংশ নেওয়ায় বুধবার প্রায় ৫০ জন গণতন্ত্রপন্থীকে গ্রেপ্তার করল কর্তৃপক্ষ।

গত বছরের জুলাইয়ে হংকংয়ের বিরোধী দলগুলোর জোট স্বতন্ত্রভাবে ওই প্রাইমারি ভোটের আয়োজন করেছিল। দুই মাস পর সেপ্টেম্বরে আইনসভার নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সেই নির্বাচন স্থগিত করা হয়।

জোট হয়ে নির্বাচন করলে আইনসভায় বেশিসংখ্যক আসন পাওয়া সম্ভব হবে হংকংয়ের বিরোধীদের। যাতে গণতান্ত্রিক আন্দোলন ও দাবি আদায়ের ক্ষেত্রে তাদের সুবিধা এনে দেবে। সেইসঙ্গে গণতান্ত্রিক সংস্কারের জন্য চাপ দিতেও সুবিধা হবে। বিরোধীদের এমন পদক্ষেপকে ভালো চোখে দেখেনি চীনা নিয়ন্ত্রিত কর্তৃপক্ষ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?