অনলাইন ডেস্ক, ৬ জানুয়ারি।। ম্যানচেস্টার সিটির কিংবদন্তি খেলোয়াড় কলিন বেল ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। প্রিমিয়ার লিগের ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, অল্প দিনের অসুস্থতার পর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।ইংল্যান্ডের এই মিডফিল্ডার ১৯৬৬ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত সিটির হয়ে ৫০১টি ম্যাচ খেলেছেন। এই সময়ে গোল করেন ১৫৩টি। দেশের হয়ে জেতেন ৪৮টি ম্যাচ।
বেলের মৃত্যুতে শোক প্রকাশ করে সিটি বিবৃতিতে বলেছে, ‘সিটির হয়ে এমন অর্জন হাতেগোনা কয়েক জন খেলোয়াড়ের আছে।’বেলের সম্মানে সিটির মাঠে একটি স্ট্যান্ড করা হয় ২০০৪ সালে। সমর্থকদের ভোটে এই স্ট্যান্ড নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়।
সিটির চেয়ারম্যান খালদুন আল মোবারক বিবৃতিতে বলেছেন, ‘কলিন বেল ম্যানচেস্টার সিটির অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে আমাদের স্মরণে থাকবেন। তার চলে যাওয়া ক্লাবের সবাইকে ব্যথিত করেছে।’‘আমি তার সাবেক ম্যানেজার এবং সতীর্থদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখতে সক্ষম হওয়ায় গর্বিত।’সিটির হয়ে খেলার দিনগুলোতে তারকা বনে যাওয়া বেল ক্যারিয়ার শুরু করেন বুরিতে।