রৌরকেল্লা ইস্পাত কারখানায় গ্যাস লিক করে মৃত্যু হল ৪ কর্মীর

অনলাইন ডেস্ক, ৬ জানুয়ারি।। রৌরকেল্লা ইস্পাত কারখানায় গ্যাস লিক করে ৪ কর্মীর মৃত্যু হয়েছে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের কোল কেমিক্যাল ডিপার্টমেন্টে রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত ছিলেন ওই চার কর্মী। বুধবার সকালে কার্বন মনোক্সাইড গ্যাস লিক করে তাঁদের মৃত্যু হয় বলে সংস্থার শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন।

রৌরকেল্লার পুলিশ সুপার মুকেশ কুমার ভানু জানিয়েছেন, বুধবার সকাল ৮টা নাগাদ গ্যাস লিক করে। গ্যাস লিক করলেও সঙ্গে সঙ্গে বিষয়টি বুঝতে পারেননি ওই চার কর্মী। তাই ওই অবস্থাতে তাঁরা কাজ করছিলেন। রৌরকেল্লা ইস্পাত কারখানার সিইও দীপক চট্টোপাধ্যায় জানিয়েছেন, মৃত কর্মীদের পরিবারকে সব ধরনের সাহায্য করা হবে। কীভাবে এই ঘটনা ঘটল তা জানার জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি তদন্ত করে খুব শীঘ্রই রিপোর্ট দেবে।

জানা গিয়েছে এদিন সকালে গ্যাস লিকের পর চার কর্মী অসুস্থ হয়ে পড়েন। অজ্ঞান হয়ে যান তাঁরা। অচৈতন্য অবস্থায় তাঁদের রৌরকেল্লার ইস্পাত জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকরা চেষ্টা করেও তাঁদের বাঁচাতে পারেননি। মৃত চার কর্মী হলেন গনেশ চন্দ্র পাইলা (৫০), অভিমুন্য সাহু (৩৩), রবীন্দ্র সাহু (৫৯) ও ব্রহ্মানন্দ পান্ডা (৫১)। ইস্পাত কারখানার জনসংযোগ অফিসার অর্চনা শতপথী জানিয়েছেন, মৃত চারজন ছিলেন স্টার কনস্ট্রাকশন নামের এক সংস্থার কর্মী।

কারখানার কিছু কর্মী অভিযোগ করেছেন, ওই চারজন ছাড়াও আরও অনেকেই সে সময় কাজ করছিলেন। তাদের মধ্যে অনেকেই কম বেশি অসুস্থ হয়েছেন। যদিও অর্চনা সেই দাবি মানেননি। কারখানার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, কাদের গাফিলতিতে বা কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত করে দেখা হবে। ঘটনার জেরে এলাকায় প্রবল উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় কারখানা চত্বরে অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?