অনলাইন ডেস্ক, ৬ জানুয়ারি।। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি এবং বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীর সমাজের প্রতি প্রভূত অবদান রয়েছে। তাই এই দুই নেত্রীকে ভারতরত্ন দেওয়া হোক। কেন্দ্রের কাছে এই প্রস্তাব পাঠালেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত। এই প্রবীণ কংগ্রেস নেতা টুইটারে ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধি ও দলিত নেত্রী মায়াবতীর ভূয়সী প্রশংসা করেছেন।
রাওয়াত টুইট করেছেন, ভারতীয় মহিলাদের উন্নতিতে প্রভূত অবদান রয়েছে সোনিয়ার। একইভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য আজীবন কাজ করে চলেছেন মায়াবতী। সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক শ্রেণীর মানুষের উন্নয়ন করাই মায়াবতীর একমাত্র লক্ষ্য। সমাজের প্রতি এই দুই নেত্রীর অবদানের কথা মাথায় রেখে তাঁদের অবশ্যই ভারতরত্ন সম্মানে ভূষিত করা উচিত।
সোনিয়ার প্রশংসা করে রাওয়াত টুইট করেন, ভারতীয় মহিলাদের উন্নয়নের এক নতুন রাস্তা দেখিয়েছেন সোনিয়া। ভারতীয় নারীরা তাকে নিয়ে রীতিমত গর্বিত। উল্লেখ্য, সোনিয়া একটানা ১০ বছর ইউপিএর চেয়ারপার্সন ছিলেন। সে সময় তিনি পরপর চারবার বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মহিলা নির্বাচিত হয়েছিলেন। মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকলেও বকলমে সোনিয়াই সরকার চালাতেন বলে মনে করে রাজনৈতিক মহল। তাঁর এই ভূমিকাকে সম্মান জানানোর জন্যই সোনিয়াকে ভারতরত্ন দেওয়া উচিত বলে মনে করেন রাওয়াত।
অন্যদিকে মায়াবতী সম্পর্কে রাওয়াত বলেছেন, সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক শ্রেণীর মানুষের জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছে মায়াবতী। তাই মায়াও ভারতরত্ন পাওয়ার যোগ্য মানুষ। রাওয়াত আরও বলেন, রাজনৈতিক মতামত ভিন্ন হতেই পারে। কিন্তু দেশের সমাজের প্রতি এই দুই মহিলার অবদান কখনও অস্বীকার করা যাবে না। অন্যদিকে রাওয়াতের এই দাবি নিয়ে দ্বিধাবিভক্ত নেটিজেনরা। অনেকেই রাওয়াতের এই দাবিকে সমর্থন করেছেন। অন্যদিকে অনেকেই পাল্টা বলেছেন, এই দুই মহিলা নিজেদের আখের গোছান ছাড়া আর কিছু করেছেন এমনটা তাঁরা জানেন না।