কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর : কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৬ জানুয়ারি।। কেন্দ্রীয় সরকারের সহায়তায় রাজ্যের কৃষকদের কল্যাণে সরকার কাজ করছে৷ কৃষকদের আয় বাড়াবার জন্য রাজ্য সরকারও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে৷ আজ কিল্লায় ১ হাজার মেট্রিকটন ক্ষমতাসম্পন্ন এগ্রি গোডাউনের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা বলেন৷ এই উপলক্ষে কিল্লা কৃষি মহকুমার উদ্যোগে গুনপদ মেমোরিয়াল হলে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয় এবং কৃষিকাজে কৃষি যন্ত্রপাতি ব্যবহারের গুরুত্ব নিয়ে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়৷

এগ্রি গোডাউনের উদ্বোধন করে কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আরও বলেন, কৃষকগণ যাতে তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পায় সেজন্য রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে৷ কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা হচ্ছে৷ রাজ্যে কৃষির বিকাশ ও কৃষকদের কল্যাণে কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির সুুযোগ সমস্ত কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে৷ কৃষকদের অর্থনৈতিক ভিত্তি সুুরক্ষিত রাখতে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় কৃষকদের বছরে ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে৷

কৃষকদের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় নিয়ে আসা হচ্ছে৷ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, আত্মনির্ভর ভারত ও আত্মনির্ভর ত্রিপুরা গড়তে কৃষকদের ভূমিকা অপরিসীম৷ তাই সারা দেশের সাথে রাজ্যের কৃষকদের কল্যাণে ও কৃষির বিকাশে বহুমুখী প্রকল্প রূপায়িত হচ্ছে৷ ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর৷

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারি, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রঞ্জিত দাস, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব চন্দ্রকুমার জমাতিয়া৷ স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষি ও কৃষক কল্যাণ কার্যালয়ের উপধিকর্তা প্রিয়বত বৈদ্য৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিটিএএডিসি’র প্রাক্তন কার্যনির্বাহী সদস্য জয়কিশোর জমাতিয়া৷ অনুষ্ঠানে বিভিন্ন পঞ্চায়েত সমিতি ও বিএসি’র চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে কৃষকদের মধ্যে ভর্তুকীতে ২৮৫টি কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?