অনলাইন ডেস্ক, ৬ জানুয়ারি।। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে রুদ্ধশ্বাস লড়াই চলছে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে। জর্জিয়ায় সিনেটের দুটি আসনে রান-অফ নির্বাচন ঘিরে চলছে এ লড়াই।ওই দুই আসনে ডেমোক্র্যাট পার্টির জন অসফ ও রেভারেন্ড রাফায়েল ওয়ারনকের বিরুদ্ধে লড়াই করছেন দুই রিপাবলিকান প্রার্থী ডেভিড পারডু ও কেলি লফলার।
এই চার প্রার্থীই কেউই নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জয়ের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। জর্জিয়ার নির্বাচনী বিধি অনুযায়ী তাই সেখানে আবার ভোট হচ্ছে।ফক্স নিউজের তথ্য অনুযায়ী, প্রায় ৯৫ শতাংশ ভোট গণনা শেষে ডেমোক্র্যাটরা একটিতে একটি এগিয়ে রয়েছে। অপরটিতে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই প্রার্থী সমান ৫০ শতাংশ ভোট পেয়েছে।
একটিতে ডেমোক্র্যাট প্রার্থী রেভারেন্ড রাফায়েল ওয়ারনক ৫০.৪ শতাংশ ভোট পেয়ে কেলি লফলারের চেয়ে এগিয়ে আছেন। অপরটিতে জন অসফ ও ডেভিড পারডু সমান ৫০ শতাংশ করে ভোট পেয়েছেন।
সিনেটে ১০০ আসনের মধ্যে রিপাবলিকানদের দখলে রয়েছে ৫২টি। স্থানীয় সময় মঙ্গলবারের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির দুই প্রার্থী জিতে গেলে সিনেটে দুই দলের ভোট সমান সমান হবে। এরপর ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে টাই ব্রেকিং ভোট দিতে হবে।
অসফ ও ওয়ারনক দুজন জিতে গেলে হোয়াইট হাউস, সিনেট ও হাউস অব রিপ্রেজেনটেটিভে ডেমোক্র্যাটদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।আর যদি রিপাবলিকানরা জয়ী হন তবে পরবর্তীতে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনকে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে সমস্যার মুখোমুখি হতে হবে।
এর আগে গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে জয় নিশ্চিত করেন জো বাইডেন। অপরদিকে প্রেসিডেন্ট ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট। তবে ফলাফল নিশ্চিত হওয়ার পরও নিজেকে পরাজিত মানতে নারাজ ছিলেন ট্রাম্প। এমনকি তিনি বাইডেনের জয়ী হওয়ার বিষয়টিও মেনে নিতে পারেননি।