দারোগাবাড়ী পশু হাসপাতালেৱ ডাক্তারকে বেধড়ক ভাবে মারধর, এলাকায় চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার, কমলাসাগর, ৬ জানুয়ারি।। আবারো আক্রান্ত এক চিকিৎসক। এইবার আক্রান্ত হল পশু হাসপাতালের এক ডাক্তার। ঘটনা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিক্রম নগর পঞ্চায়েতের দারোগাবাড়ী পশু হাসপাতালে।

বিক্রম নগর পঞ্চায়েতের সদস্য সুকান্ত দাস ওরফে ভট্ট। বুধবার সকাল বেলা কর্তব্যরত অবস্থায় বিক্রম নগর পঞ্চায়েতের দারোগাবাড়ী পশু হাসপাতালেৱ ডাক্তার দিলীপ দাসকে বেধড়ক ভাবে মারধর করে ভট্ট। পশু হাসপাতাল থেকে চিকিৎসককে গলা ধরে বের করে নিয়ে আসা হয়। ধারালো অস্ত্র এবং কাঠ দিয়ে পশু চিকিৎসকের মাথায় আঘাত করা হয়। জানা যায় ভট্ট-র একটি গবাদিপশু আচমকা অসুস্থ হয়ে যায়। তখন পশু হাসপাতালের চিকিৎসককে ফোন করা হয়। কিন্ত চিকিৎসক ফোন রিসিভ করেননি।

তার জেরে ভট্ট পশু হাসপাতালের চিকিৎসককে মারধর করে বলে অভিযোগ। এদিকে আক্রান্ত ডাক্তার দিলীপ দাস জানান গত তিন দিন যাবত সেই গবাদি পশুটির চিকিৎসা করিয়ে আসেন তিনি। কিন্তু এইদিন মোবাইল ফোন পকেটে থাকার দরুন তিনি ফোন রিসিভ করতে পারিনি। যার জন্য বেধড়ক মার খেতে হল। এইদিনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?