অনলাইন ডেস্ক, ৬ জানুয়ারি।। চিনের উহান প্রদেশ থেকেই যে করোনা সংক্রমণ ছড়িয়েছে তা প্রথমে মানতেই চায় নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। পরে তা মেনে নিলেও চিন থেকে ছড়ানো করোনা ভাইরাসকে মহামারী ঘোষণা করতে দেরি করে চিন। এমনকি গোটা ঘটনায় চিনের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে চাইছে না ‘হু’।
এরকমই নানা অভিযোগে গত বছর থেকেই বিদ্ধ হতে হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রকাশ্যে ‘হু’র চীন ‘প্রীতি’ নিয়ে প্রশ্ন তুলেছেন, বন্ধ করে দিয়েছেন অনুদান। ভারত-সহ বিশ্বের বহু দেশও করোনা নিয়ে ‘হু’র প্রথম দিকের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে।
চিনের জন্য বিশ্বমঞ্চে বারবারই কাঠগড়ায় উঠতে হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। এর আগে চিনকে বাচাতেই ‘হু’র প্রতিনিধিরা উহানে যাননি বলেও অভিযোগ উঠেছে। কিন্তু এবার সম্ভবত চিনের সঙ্গে হু’র সেই ‘মধুচন্দ্রিমা’ শেষ হতে চলেছে।
কারণ জানা গিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি দলকে সম্প্রতি দেশে ঢুকতেই দেয়নি চিন। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম ঘেব্রিয়েসাস।
জানা গিয়েছে, করোনা সংক্রমণ খতিয়ে দেখতে চলতি বছরের শুরুতেই উহান যাওয়ার কথা ছিল হু’র ১০ সদস্যের বিশেষজ্ঞ দলের। কিন্তু তাঁদের দেশে ঢুকতে দেয়নি চিন।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান বলেছেন, ‘আমরা জানতে পারেনি হু’র বিশেষজ্ঞ দলকে যাওয়ার অনুমতি দেয়নি চিন। বেজিংয়ের শীর্ষ আধিকারিকদের আমরা জানিয়ে দিয়েছি এই মিশন অত্যন্ত গুরুত্বপূর্ন। চিনের এই পদক্ষেপে আমরা অত্যন্ত হতাশ’।