স্টাফ রিপোর্টার, খোয়াই, ৬ জানুয়ারি।। চাম্পাহাওয়র থানার পুলিশ চাম্পা হাওয়র থেকে প্রচুর পরিমাণ কাঠ উদ্ধার করেছে। সংবাদ সূত্রে জানা গেছে পুলিশকর্মীরা টহল দেওয়ার সময় কাঠ গুলো পড়ে থাকতে দেখে। তখন ঐ সেখান থেকে পুলিশ কাঠ গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কাঠ উদ্ধার করা সম্ভব হলেও এ ব্যাপারে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
কাঠ গুলি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার পর পুলিশ বনদপ্তরকে খবর দেয়।খবর পেয়ে বনদপ্তর এর কর্মকর্তারা থানায় ছুটে যান এবং সেখান থেকে কাঠ বনদপ্তরের হেফাজতে নিয়ে আসা হয়। এ ব্যাপারে চাম্পাহাওয়র থানায় একটি মামলা গৃহীত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে ওই এলাকায় ব্যাপক হারে গাছ কেটে প্রতিনিয়ত কাঠ পাচার করা হচ্ছে। বিশেষ করে বাই সাইকেলে করে এসব কাঠ বাজারে নিয়ে আসা হচ্ছে।
সবকিছু জেনেশুনে বনদপ্তর এসব বিষয়ে কঠোর কোন মনোভাব গ্রহণ করছে না বলে অভিযোগ মিলেছে।শেষ পর্যন্ত বাধ্য হয়েই পুলিশ কাঠ উদ্ধার অভিযানে সামিল হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।