অনলাইন ডেস্ক, ৬ জানুয়ারি।। মূল্যবৃদ্ধির বাজারে কী কমবে ডিম, মুরগীর মাংসের দাম? এই সম্ভবনা কিন্তু ক্রমে বাড়ছে। সৌজন্যে দেশের নানা প্রান্তে ক্রমে ছড়াতে থাকা ‘বার্ড ফ্লু’ সংক্রমণ। এর জেড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কও ছড়াচ্ছে ক্রমশ। অতীতেও এই দেশ ও রাজ্যে ‘বার্ড ফ্লু’ সংক্রমণ ছড়িয়েছে।
সেই অভিজ্ঞতাই বলছে, এই সংক্রমণের আতঙ্কে বাজারে হু হু করে বিক্রি কমে যায় ডিম, মুরগীর মাংসে। মানুষের মনে কাজ করে আতঙ্ক। ফলে ক্ষতির মুখে পড়তে হয় পোলট্রি ব্যবসায়ো, ডিম ও মাংস বিক্রেতাদের। তাই ক্ষতি কমাতে ডিম, মুরগীর মাংসের দাম কমিয়ে দেন ব্যবসায়ীরা।
এবারও সেই সম্ভবনা দেখা দিয়েছে। করোনা সংক্রমণের মধ্যেই, দেশের নানা প্রান্তে গত ১০ দিনে ছড়িয়েছে ‘বার্ড ফ্লু’ সংক্রমণ। বিষয়টি নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্র। কেরল, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, রাজস্থানেই সবচেয়ে বেশি এই বার্ড ফ্লু’র প্রকোপ।
মংলবার শুধু কেরল থেকেই প্রায় ২৪ হাজার হাঁস, মুরগী-সহ অন্যান্য পাখির মৃতদেহ উদ্ধার হয়েছে। কেরলের চারটি এলাকাকে বার্ড ফ্লু’র কেন্দ্র হিসেবে ঘোষণ করেছে। কেরলের আলপুঝা ও কোট্টাইয়াম জেলাতে ‘বিপর্যয়’ ঘোষণা করা হয়েছে।
শুধু কেরলেই নয়, মধ্যপ্রদেশের ১০টি জেলাতেও বহু কাকাএর মৃত্যুতে ছড়িয়েছে আতঙ্ক। রাজস্থান, গুজরাত ও হিমাচলেও পরিযায়ী পাখি-সহ বেশকিছু পাখির মৃত্যু হয়েছে। বার্ড ফু সংক্রমণের প্রমাণ এই রাজ্যগুলিতেও মিলেছে।
হিমাচলে ইতিমধ্যেই বিস্তীর্ণ এলাকায় ডিম বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। হাস-মুরগি থেকে যাতে মানবদেহে সংক্রমণ না ছড়ায় তার জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে অন্যান্য রাজ্যগুলিতেও।