অনলাইন ডেস্ক, ৬ জানুয়ারি।। মঙ্গলবার উত্তরপ্রদেশের বারাণসীর ছয়টি জায়গায় চলছিল ভ্যাকসিনের মহড়া বা ড্রাই রান। বারাণসী জেলা মহিলা হাসপাতালে এই মহড়া চলছিল। মহড়ার জন্য চাওকা ঘাট সরকারি হাসপাতালের ভ্যাকসিন সংরক্ষণ কেন্দ্র থেকে ভ্যাকসিনের বেশ কয়েকটি বাক্স সাইকেলে করে নিয়ে যাওয়া হয় জেলা মহিলা হাসপাতালে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই দায়িত্বে থাকা স্বাস্থ্য আধিকারিকরা একাধিক প্রশ্নের মুখে পড়েছেন।
জানা গিয়েছে, সকাল ১০ টা থেকে জেলার ৬ টি কেন্দ্রে শুরু হয়েছিল ভ্যাকসিনের মহড়া। জেলার মুখ্য মেডিক্যাল অফিসার ভি বি সিং জানিয়েছেন, জেলা মহিলা হাসপাতালে সাইকেলে করে ভ্যাকসিন পাঠানো হয়েছিল বলে তিনি শুনেছেন।
তবে জেলা হাসপাতালে সফলভাবেই ভ্যাকসিনের মহড়া হয়েছে। চাউকা ঘাটের আরবান সিএইচসি থেকে একটি সাইকেলে করে কয়েক বাস্ক ভ্যাকসিন পাঠানো হয়েছিল বলে অভিযোগ পেয়েছেন। কেন ভ্যাকসিন সাইকেলে করে পাঠানো হল তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ভি বি সিং জানিয়েছেন, গুরুত্বপূর্ণ ভ্যাকসিন নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হল না কেন তা খতিয়ে দেখা হচ্ছে। নিয়ম হল ভ্যাকসিন পরিবহণের সময় কোল্ড চেইন বজায় রাখতে হয়। তাই ভ্যাকসিন সবসময় শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে নিয়ে যাওয়ার কথা। অন্যদিকে বারাণসীর জেলাশাসক দাবি করেছেন, ওই বাস্কগুলি ছিল ফাঁকা। তাতে কোন ভ্যাকসিন ছিল না।
কারণ বারাণসী জেলা মহিলা হাসপাতালে ভ্যাকসিন সংরক্ষণ করার ব্যবস্থা আছে। সেখানে ভ্যাকসিন পাঠানোর প্রয়োজন ছিল না। তবে ইতিমধ্যেই চাউকা ঘাটের সরকারি হাসপাতালে ভ্যাকসিন সংরক্ষণ কেন্দ্রের দায়িত্বে থাকা অফিসারকে শো-কজ করা হয়েছে।