মেয়ে হওয়ায় সকলকে ফ্রিতে চুল দাড়ি কাটলেন ক্ষৌরকর্মী বাবা

অনলাইন ডেস্ক, ৬ জানুয়ারি।। সম্প্রতি কন্যাসন্তানের বাবা হয়েছেন মধ্যপ্রদেশের বাসিন্দা পেশায় ক্ষৌরকর্মী সলমন। সেই খুশিতেই গত ৪ জানুয়ারি বিনামূল্যে চুল–দাঁড়ি কেটে দিলেন সমস্ত গ্রাহকদের। তাও আবার একটি, দুটি নয় তিন তিনটি সেলুনেই এই অফার দেন তিনি। আর এই খবর সামনে আসতেই মূহূর্তে তা ছড়িয়ে পড়ে শহরে।

গত ২৬ ডিসেম্বর ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দেন সলমনের স্ত্রী। কন্যাসন্তান জন্মানোর আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতেই সলমন অভিনব উপায়টি অবলম্বন করেন। তিনি শুধু যে টাকা ছাড় দেন তা নয়, রীতিমতো পোস্টার দিয়ে একথা ঘোষণা করেন তিনি। পোস্টারে তিনি লেখেন, কন্যাসন্তান হওয়ার আনন্দে ৪ জানুয়ারি বিনামূল্যে সমস্ত গ্রাহকদের চুল–দাঁড়ি কেটে দেবেন সলমন। সেই মতো ওই দিন ৭০ থেকে ৮০ জনকে বিনামূল্যেই পরিষেবা দেন তিনি। সলমনের এই উদ্যোগের প্রশংসা করেন তাঁর গ্রাহকদের মুখেও। তাদের কথায়, ‘‌‘কন্যাসন্তান জন্মালেও সকলের খুশি হওয়া উচিত। ‌সলমনের এই উদ্যোগ সমাজকে সেই বার্তাই দিল।আর এর জন্য শিক্ষিত হওয়ার দরকার হয় না। মানবিকতা আলাদা জিনিস।‘

সলমন বলেন, ‘‌‘‌বাড়িতে কন্যাসন্তান জন্মালেই অনেকে দেখি মুষড়ে পড়েন। বাড়িতে নতুন অতিথি এলে তাতে মুষড়ে পড়ার বদলে খুশি হওয়া উচিত। আমি এই সিদ্ধান্ত নিই, কারণ যাতে লোকজন বুঝতে পারে বাড়িতে কন্যাসন্তান জন্মালে সেটাও খুশির খবর। এতে দুঃখ পাওয়ার মতো কিছু নেই।’‌’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?