অনলাইন ডেস্ক, ৬ জানুয়ারি।। বিস্ফোরক অভিযোগ করলেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এর বাঙালি বিজ্ঞানী তপন মিশ্র। তাঁর অভিযোগ, তিন বছর আগে তাঁকে বিষ খাইয়ে খুনের চেষ্টা হয়েছিল।
মঙ্গলবার একটি সোস্যাল মিডিয়া পোস্ট করেন এই বিজ্ঞানী। সেখানে তিনি লেখেন, ‘২০১৭ সালের ২৩ মে বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠান চলাকালীন লাঞ্চের পর স্ন্যাক্সের সময় ধোসা, চাটনির সঙ্গে তাঁর খাবারে আর্সেনিক ট্রায়োক্সাইড দেওয়া হয়েছিল। এই বিষ সাংঘাতিক। কিন্তু পরিমাণে কম দেওয়ায় শরীরে বিশেষ প্রভাব পড়েনি।’ এই পোস্টে তপনবাবু আরও লিখেছেন, ‘এটা বহুদিন ধরে লুকিয়ে রাখা গোপন কথা।
ওই বিষ শরীরে যাওয়ার পর বেশকিছু সমস্যা দেখা দিয়েছিল। তাঁর মধ্যে অন্যতম ছিল মাথাব্যাথা, জ্বালাপোড়া করা, ফাঙ্গাল ডিজিজ’।তিনি কী করে জানলেন এই বিষ প্রয়োগের কথা? বিজ্ঞানী বলছেন, ২০১৭ সালের জুলাই মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক নিরাপত্তা আধিকারীক তাঁর সঙ্গে দেখা করে তাঁকে এই কথা জানান।
এরপর চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এই মুহূর্তে ইসরোয় সিনিয়র অ্যাডভাইজার পদে আছেন তপন মিশ্র। এই মাসেই স্বচ্ছাবসর নেওয়ার কথা ওই বিজ্ঞানীর। তার আগে এই বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।