অনলাইন ডেস্ক, ৬ জানুয়ারি।। স্যার ডন ব্র্যাডম্যানের দেশে খেলতে এসে প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকারকে মুম্বইয়ের ডন বলে চিহ্নিত করলেন রবি শাস্ত্রী। ভারতীয় দলের হেড কোচ জানিয়েছেন, তিনি এখনও পর্যন্ত যত ক্রিকেটারের খেলা দেখেছেন, গাভাসকারের মতো ওপেনার কখনও দেখেননি।
ভারতীয় বোর্ডের টুইটার হ্যান্ডলে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন, “চোখ বুঁজে বলে দিতে পারি, সুনীল গাভাসকারের মতো সেরা ওপেনার কখনও দেখিনি। ওঁর সঙ্গে আমিও খেলার সুযোগ পেয়েছি, তার জন্য নিজেকে ভাগ্যবান মনে করি। ওঁর মতো ক্রিকেটার খুব কমই এসেছে। কোনও কিছুই সানির খেলার উপরে প্রভাব ফেলতে পারেনি। না হলে দুর্ধর্ষ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৩টা টেস্ট সেঞ্চুরি করা সম্ভব হত না। এতেই তো স্পষ্ট হয়ে যায়, সানি কী ধরনের ক্রিকেট খেলতেন। ওঁর সেরা সময়ে লোকে সানিকে মুম্বইয়ের ব্র্যাডম্যান বলতেন। আমি ওঁর জন্য সত্যিই গর্বিত।”
এদিনই ভারতীয় ক্রিকেটের উপরে একটি বই উন্মোচন করেন শাস্ত্রী। সেখানে রয়েছে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের সাফল্যের কাহিনিও। শাস্ত্রী বলেছেন, “নিঃসন্দেহে এই বই ভারতীয় ক্রিকেটের সাফল্যের এক বড় সাক্ষী হিসেবে বিবেচিত হবে। এখানে লালা অমরনাথ, বিনু মাকড়ের মতো ক্রিকেটার খেলে গিয়েছেন। ব্র্যাডম্যানের মতো ব্যক্তিত্ব খেলেছেন ভারচের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার মাটিতে নিউ সাউথ ওয়েলসের বিরুদ্ধে ২০০ রান করেছিলেন বিজয় হাজারে। সবমিলিয়ে এই বই ভারতীয় ক্রিকেটের ধারাবাহিক ইতিহাসের এক বড় হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে বলে আমি মনে করি।”