স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ জানুয়ারি।। বুধবার রাজধানীর গোর্খাবস্তিস্থিত স্বাস্থ্য দপ্তরের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো এম পি ডব্লিউ এবং এ এন এম প্রশিক্ষণপ্রাপ্ত বেকাররা। তাদের অভিযোগ রাজ্যে দীর্ঘ তিন বছর যাবত এম পি ডব্লিউ এবং এ এন এম প্রশিক্ষণ প্রাপ্তদের নিয়োগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে আছে।
এই বিষয়ে পূর্বে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক রাধা দেববর্মা সাথে এম পি ডব্লিউ এবং এ এন এম প্রশিক্ষণপ্রাপ্ত বেকাররা সাক্ষাৎ করে। কিন্তু কাজের কাজ কিছুই হয় নি। পরবর্তী সময় নভেম্বর মাসে মহাকরণ অভিযান করে তারা। তাতেও কোন কাজ হয়নি। তাই বুধবার এম পি ডব্লিউ এবং এ এন এম প্রশিক্ষণপ্রাপ্ত বেকাররা স্বাস্থ্য আধিকারিকের সাথে পুনরায় দেখা করতে যায়।
কিন্তু এইদিন তারা দেখা করতে পারেনি। ফলে ক্ষোভ উগড়ে দেয় এম পি ডব্লিউ এবং এ এন এম প্রশিক্ষণপ্রাপ্ত বেকাররা। তারা এইদিন হাতে প্লেকার্ড নিয়ে স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের বক্তব্য ২০১৭ সাল থেকে প্রতিবছর বহু ছাত্র ছাত্রি এম পি ডব্লিউ এবং এ এন এম প্রশিক্ষণ নিয়ে বেরিয়ে আসছে। অথচ দপ্তর তাদের নিয়োগ করার বিষয়ে তাল বাহান করছে।
সম্প্রতি মাত্র ৪৭ টি পদে নিয়োগ করার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তারা আরও জানায় করোনা পরিস্থিতির মধ্যে বিভিন্ন রাজ্য স্বাস্থ্য কর্মী নিয়োগ করেছে, কিন্তু ত্রিপুরা রাজ্যে স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হয়নি। বহু উপস্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য কর্মীর সমস্যায় ভুগছে। তাই তাদের দাবি সহসাই সরকার সকল শূন্য পদে এম পি ডব্লিউ এবং এ এন এম প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগ করার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করুক।