অনলাইন ডেস্ক, ৬ জানুয়ারি।। ভারতে বড়সড় হামলার ছক কষছে আল-কায়দা জঙ্গিরা। প্রজাতন্ত্র দিবসের আগেই জঙ্গিরা ভারতে হামলা চালাতে পারে। এজন্য ১৩০ জন আল-কায়দা জঙ্গিকে রীতিমত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে ভারতকে এই বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে দেশের গোয়েন্দা বিভাগও বিভিন্ন রাজ্যকে এ ব্যাপারে সতর্ক করে দিয়েছে। গোয়েন্দা দফতর তাদের রিপোর্টে জানিয়েছে, ভারত এবং বাংলাদেশের বেশকিছু আল-কায়দা জঙ্গি হামলার জন্য প্রস্তুতি নিয়েছে।
রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে বলা হয়েছে, প্রায় ১৩০ জন আল-কায়দা জঙ্গি ভারতে হামলা চালানোর জন্য প্রশিক্ষণ নিয়েছে। আফগানিস্তান ও পাকিস্তানে হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে তাদের রীতিমত যোগাযোগ রয়েছে। ভারতে হামলা চালানোর জন্যই এই জঙ্গিরা হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে সব ধরনের যোগাযোগ রেখে চলেছে। অন্যদিকে দেশের গোয়েন্দা বিভাগ তাদের রিপোর্টে জানিয়েছে, ২০২০-র ৩০ অক্টোবর পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে থেকে প্রশিক্ষণ নেওয়া শেষ করেছে শতাধিক আল-কায়দা জঙ্গি।
জঙ্গিদের উদ্দেশ্য হল, প্রজাতন্ত্র দিবসের আগে দিল্লি, মুম্বই-এর মত মেট্রোপলিটন শহরে বড় মাপের হামলা করা। ইতিমধ্যেই সংশ্লিষ্ট রাজ্যগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে। সতর্ক করা হয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসনকে। প্রজাতন্ত্র দিবসের কথা মাথায় রেখে ইতিমধ্যেই দিল্লি-সহ গোটা দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে।
কাশ্মীরের বিভিন্ন জায়গায় সেনার সংখ্যা বাড়ানো হয়েছে। গোয়েন্দা দফতরের এই রিপোর্ট হাতে পাওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক প্রতিটি রাজ্যকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের ওই সতর্ক বার্তার পর প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে।