স্টাফ রিপোর্টার, কমলপুর, ৬ জানুয়ারি।। ধলাই জেলার সালেমা এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছেন সালেমা থানায় কর্মরত এক মহিলা পুলিশ কনস্টেবল। আহত মহিলা পুলিশ কনস্টেবলের নাম সুপ্রিয়া দেববর্মা। তার বাড়ি লাম্বু ছড়া এলাকায়। বাড়ি থেকে স্কুটি নিয়ে তিনি কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। একটি অটো রিস্কা স্কুটিকে ওভারটেক করতে গিয়ে স্কুটিটিকে থাকা দেয়।তাতে স্কুটি নিয়ে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হয় মহিলা পুলিশ কনস্টেবল সুপ্রিয়া দেববর্মা। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয় লোকজন ছুটে আসেন।
খবর পাঠানো হয় দমকল বাহিনীকে।দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে আহত মহিলা পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে প্রথমে বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে কুলাই জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। তার আঘাত গুরুতর বলে জানা গেছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। অটোচালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে সালেমা থানার পুলিশ জানিয়েছে। অভিযুক্ত অটোচালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।
এদিকে গোমতী জেলার খিলপাড়ায়পথদুর্ঘটনায় দুই যুবক গুরুতর ভাবে আহত হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাত এগারোটা নাগাদ একটি মারুতি গাড়ি দুই পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।স্থানীয় লোকজন দুর্ঘটনার পর দমকল বাহিনীকে খবর দেন।খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে আহত দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।বর্তমানে একজন গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন।আহত অপর যুবককে গোমতী জেলা হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।দুর্ঘটনার পরপরই মারুতি গাড়িটি পালিয়ে গেছে বলে জানা গেছে।পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।
তবে এখনো পর্যন্ত ভারতে গাড়িটি আটক করা যায়নি।এদিকে কল্যাণপুরে পথ দুর্ঘটনায় ছয়জন গুরুতরভাবে আহত হয়েছেন।দমকল বাহিনীর জওয়ানরা আহতদের উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যায়।আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কল্যাণপুর হাসপাতাল থেকে তাদেরকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।পরপর এসব পথ দুর্ঘটনালকে কেন্দ্র করে পথচারীসহ সাধারণ মানুষের মধ্যে পথ চলাচল নিয়ে আতঙ্ক ক্রমশ বেড়েই চলেছে।