ইন্ডিয়া গেটের কাছে শুরু হতে পারে নতুন সংসদ ভবনের কাজ, বলল শীর্ষ আদালত

অনলাইন ডেস্ক, ৫ জানুয়ারি।। নতুন সংসদ ভবন নির্মাণ যে নিয়ে জটিলতা তৈরি হয়েছিল শেষ পর্যন্ত তার অবসান হল। মঙ্গলবার সুপ্রিম কোর্ট এক নির্দেশে জানিয়েছে, দিল্লির ইন্ডিয়া গেটের কাছে নতুন সংসদ ভবন তৈরি হতে পারে।

নরেন্দ্র মোদি সরকার কিছুদিন আগেই নতুন সংসদ ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন পরিবেশকর্মীরা। তাঁদের অভিযোগ ছিল, এই প্রকল্প কার্যকরী হলে পরিবেশের বড় ধরনের ক্ষতি হবে। সরকার সবদিক ভাল করে বিবেচনা না করে তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে আদালতে সরকার জানায়, পুরনো সংসদ ভবনটি জীর্ণ হয়ে পড়েছে। সেখানে যথাযথ অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই। ভূকম্পন হলে ওই ভবনের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই নতুন সংসদ ভবন নির্মাণ করা প্রয়োজন। এছাড়া আগামী দিনে দেশের সাংসদ সংখ্যা নিশ্চিতভাবেই বাড়বে।

কিন্তু পুরনো সংসদ ভবনে সকলকে বসতে দেওয়ার জায়গা হবে না। তাই নতুন সংসদ ভবন নির্মাণ করা অতি জরুরি। মোদি সরকার চায়, ২০২২ সালের ১৫ অগস্ট স্বাধীনতার ৭৫ বছর পূর্তির দিন নতুন সংসদ ভবনের উদ্বোধন করতে।

পরিকল্পনা মত ত্রিকোণাকৃতি নতুন সংসদ ভবনে ৯০০ থেকে ১২০০ জন সাংসদের বসার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে সেন্ট্রাল ভিস্টা প্রকল্পে নতুন সচিবালয় নির্মাণের কাজ শেষ হবে ২০২৪- এ। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে এতদিন নতুন সংসদ ভবনের নির্মাণ কাজ বন্ধ ছিল। সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশে সেই জটিলতা কেটে গেল। খুব শীঘ্রই নতুন সংসদ ভবন নির্মাণের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?